
বরিশালে তীব্র শীতে মানুষ কেনা-বেচার হাট মন্দা
খোকন আহম্মেদ হীরা, বরিশাল বরিশালজুড়ে বইছে ‘তীব্র শীত’। আর এই শীতের কুয়াশার মধ্যে বাঁশের টুকরি আর কোদাল হাতে মানুষগুলো ভিড় জমাচ্ছেন ‘মানুষ বেচা-কেনার হাটে’। তবে শীতের কারনে চরম মন্দা ভাব যাচ্ছে এ হাটে। বুধবার ভোরে নগরীর মরগখোলা পোলের ওপর মানুষ কেনা-বেচার হাটে গিয়ে দেখা গেছে, কাজের সন্ধানে এখানে এসে দাঁড়িয়ে রয়েছেন অসংখ্য নারী ও পুরুষ…