বরিশালে ২৫শ’ কেজি পলিথিনসহ ব্যবসায়ী গ্রেপ্তার স্টাফ রিপোর্টার,

বরিশালে ২৫শ’ কেজি পলিথিনসহ ব্যবসায়ী গ্রেপ্তার স্টাফ রিপোর্টার, বরিশাল পরিবেশদূষণকারী বিক্রি নিষিদ্ধ ২৫শ’ কেজি পলিথিনসহ এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বরিশাল নগরীর ৫নং ওয়ার্ড পলাশপুরের মসজিদ গলিতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত আক্কাস হাওলাদার ওই এলাকার বাসিন্দা মৃত আ. হামেদ হাওলাদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সোহেল রানা বলেন, গভীর রাতে পলাশপুর এলাকায় র‌্যাব ও পরিবেশ অধিদপ্তর অভিযান চালায়। এ সময় আক্কাস হাওলাদারের ঘর থেকে ৩৫টি বস্তায় আনুমানিক ২৫শ’ কেজি বিভিন্ন ধরনের নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। একই সঙ্গে জব্দকৃত পলিথিন ধ্বংস করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *