তারিখ: ৭/১১/২০২৪ সন্ধ্যা ৬:৫৭ মিনিট ডেমরা ডগাইর পূর্ব পাড়া বোর্ডমিল সংলগ্ন খুচরা মুদি দোকানের মালিক (মোহাম্মদ শাহীন চৌধুরীর )

তারিখ: ৭/১১/২০২৪ সন্ধ্যা ৬:৫৭ মিনিট ডেমরা ডগাইর পূর্ব পাড়া বোর্ডমিল সংলগ্ন খুচরা মুদি দোকানের মালিক (মোহাম্মদ শাহীন চৌধুরীর )সাথে বর্তমান ব্যবসায়ের পরিস্থিতি নিয়ে কথোপকথন হয়। এ সময় তিনি জানান ব্যবসায়ের অবস্থা খুবই করুন ঐ রকম ভাবে বেচাকিনা হচ্ছে না প্রতিটি পণ্যের দাম উর্ধগতি। সাধারণ মানুষের জীবনযাপন খুবই কঠোর পরিস্থিতিতে যাচ্ছে। তিনি আরও বলেন আমার ২৫ বছরের ব্যবসায় আমি কখনো দেখিনি পণ্যের মূল্য এত বাড়তে। আগে ২ বস্তা চালের দাম ৩০০০ টাকা ছিল এখন ১ বস্তা ৩০০০ টাকা আগে পেয়াজের কেজি ছিল ২৫টাকা আর এখন ১৫০ টাকা আগে আলুর দাম ১৫ টাকা কেজি ছিল আর এখন ৬৫ টাকা ডিম আগে ছিল ১২ টাকা হালি আর এখন ৫৫ টাকা তেল ৬০ টাকা ছিল এখন ১৯০ টাকা আগে ৫০ কেজির চিনির বস্তা ছিল ১৫০০ আর এখন ৬৫০০ টাকা। সরকার পরিবর্তনের পর পণ্যের দাম এত উর্ধগতি কেন? তার কাছ থেকে জানতে চাওয়ায় তিনি বলেন সাবেক সরকার যে পরিমাণে অন্য দেশ থেকে ঋণ নিয়েছে বর্তমান সরকার চাইলেও সাথে সাথে ঋণের ঘাটতি পূরণ করতে পারবে না। পণ্যের দাম যে হারে বেড়েছে সে তা গদিতে বসার সাথে সাথে কমাতেও পারতেছে না। আমরা সকল মুদি দোকানদার চাই সাধারণ জনগণ তারা যেন সাধারণ ভাবেই জীবনযাপন করতে পারে। সেন্টিগেট মুক্ত দেশ চাই। দেশ আবার সচ্ছল পরিস্থিতিতে অবগাহন করুক।মারুফ খন্দকার (পিয়াল) ডেমরা প্রতিনিধি ঢাকা , বাংলাদেশ

ReplyForwardAdd reaction

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *