উচ্চ শিক্ষা সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের এ অ্যাওয়ার্ড দেয়া হয়।

হিফজুল কুরআন ৪০ জন কোরআনে হাফেজ ও বিশ্ববিদ্যালয় সুযোগ পাওয়ায় ৩০জনসহ মোট ৭০ জনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। শনিবার লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদরাসার এক যুগ পূর্তি উপলক্ষ্যে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে হাফেজ ও উচ্চ শিক্ষা সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের এ অ্যাওয়ার্ড দেয়া হয়। সদর উপজেলা পরিষদ হলরুমে সহস্রাধিক শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে দু’টি অধিবেশনে এক মিলন মেলায় পরিণত হয়। এছাড়া বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি সুযোগ পাওয়ায় আইডিয়ালের ৩০জন শিক্ষার্থীকেও অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্বিবদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক ড. এনায়েত উল্যাহ পাটওয়ারী।

ReplyForwardAdd reaction

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *