শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫ পদে বিএনপি-গণঅধিকার পরিষদ সমর্থিত প্রার্থীরা বিনাপ্রতিদন্দ্বিতায় নির্বাচিত

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫ পদে বিএনপি-গণঅধিকার পরিষদ সমর্থিত প্রার্থীরা বিনাপ্রতিদন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ১৪ টি পদে বিএনপি সমর্থিত প্রার্থী এবং ১ টি পদে গণঅধিকার পরিষদ সমর্থিত প্রার্থী নির্বাচিত হয়েছেন।
১২ ফেব্রুয়ারি ২০২৫ প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র অ্যাড. মোঃ সিরাজুল হক আকন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী সভাপতি পদে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট কামরুল হাসান নির্বাচিত হয়েছেন। এছাড়াও বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ জালাল আহমেদ সবুজ, সহ-সভাপতি অ্যাডভোকেট ড. আমিনুল ইসলাম, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট সেলিম আহমদ, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামূল হক এনাম, অর্থ-সম্পাদক অ্যাডভোকেট মোঃ রুহুল আমিন হাওলাদার, সাংস্কৃতিক-সম্পাদক অ্যাডভোকেট এইচ, এম লোকমান হোসাইন, অডিট-সম্পাদক অ্যাডভোকেট জাফর ইকবাল মাসুদ, অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন মোল্যা, অ্যাডভোকেট মোঃ মাহবুবুর রহমান স্বপন, অ্যাডভোকেট মোঃ জাকির হোসেন অলুকদার, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাডভোকেট মুনিরা আক্তার।
অন্যদিকে, গণঅধিকার পরিষদ সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন, লাইব্রেরী-সম্পাদক অ্যাডভোকেট মোঃ জাকির হুসাইন।
এতে নির্বাচন কমিশন ছিলেন, সিনিয়র অ্যাড. মোঃ সিরাজুল হক আকন (প্রধান নির্বাচন কমিশনার), সিনিয়র অ্যাড. মোঃ রাশিদুল হাসান মাসুম। (অতিরিক্ত প্রধান নির্বাচন কমিশনার), সিনিয়র অ্যাড. মোঃ লুৎফর রহমান ঢালী (নির্বাচন কমিশনার), অ্যাড. মোঃ রুবায়েত আনোয়ার (নির্বাচন কমিশনার), অ্যাড, মোঃ মনোয়ার হোসেন (নির্বাচন কমিশনার)।
উল্লেখ্য, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর সমর্থিত কোন আইনজীবী নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *