ববিতে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ |

স্টাফ রিপোর্টার, বরিশাল

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবি জানিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

আজ বুধবার বেলা ১১টায় ববি’র গ্রাউন্ড ফ্লোর থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য একটি চক্রান্ত চলছে। স্বৈরাচারীর দোসররা ইসকনকে ব্যবহার করে স্বার্থ হাসিলের জন্য দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে।

আমরা ছাত্রসমাজ ওইসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছি। মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী মাসুম বিল্লাহর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,

রসায়ন বিভাগের শিক্ষার্থী হাসিবুল হাসান, লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মোকাব্বেল শেখ, ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রেজা শরীফ, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসান মাহমুদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *