হিউম্যান রাইটস ইন্টারইন্টারন্যাশনাল কর্তূক আয়োজিত প্রতিবাদ।

ইউ কে হিউম্যান রাইটস ইন্টারইন্টারন্যাশনাল কর্তূক আয়োজিত বৃক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।
১৬ই এপ্রিল ইউ কে হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল এর উদ্যোগে পুর্ব লন্ডনের আলতাব আলী শহীদ মিনারে বিরাট বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আব্দুল আহাদ চৌধুরীর


সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামাল আহমদ খানের পরিচালনায় বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
বাংলাদেশের রাষ্ট্রবিরোধী ও স্বাধীনতা বিরোধী সুদখোর ডক্টর ইউনুস ও তার সহযোগীরা অবৈধ ভাবে শত শত পুলিশও মানুষ হত্যার মাধ্যমে মেটোকোলাসলি ডিজাইন করে ক্ষমতা দখল করে, আইসিটি আদালতে ষড়যন্ত্রমূলক ভাবে মাননীয় প্রধানমন্ত্রী,জননেত্রী শেখ হাসিনাকে মিথ্যা ও ভুয়া মামলা দায়ের করেছে। তারই প্রতিবাদে ইউকে হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল পূর্ব লন্ডনের আলতাপ আলী পার্কে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।


বিক্ষোভ ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আতাউর রহমান মোজাহিদ, আনসার আহমদ উল্লাহ,মিফাতুল নুর,মাহিরুন্নেছা, শামীমা আক্তার শুরবী, সাহেদ রহমান, ডিলদার আলী, তানবীর খান,শ্রাবন্তী,সৈয়দ ছরুক আলী,মাহমুদ আলী, জুবায়ের আহমদ,নামুন কবির চৌধুরী, সিরাজ মাষ্টার, আবু লেইছ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *