সোনাগাজীর বগাদানায় বসতঘরে হামলা ভাংচুর লুটপাট ও গর্ভবতি নারীকে মারধোরের ঘটনায় থানায় মামলা
সোনাগাজী প্রতিনিধি : সোনাগাজীতে বসতঘরে হামলা ভাংচুর ও ককটেল নিক্ষেপ করে লুটপাট ও ৬মাসের এক গর্ভবতি নারীকে মারধোর ও শ্লিলতাহানীর ঘটনায় ক্ষতিগ্রস্থ গৃহবধু জেসমিন আক্তার বাদী হয়ে ১৯জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১৫/২০ জনের নামে সোনাগাজী মডেল থানায় লিখিত এজাহার দিয়েছেন।

গত মঙ্গলবার রাতে উপজেলার বগাদানা গ্রামের কমর আলী মিয়াজী বাড়ী ও মিন্টু মিয়ার নতুন বাড়ীতে ভাংচুর লুটপাট ও ককটেল বিষ্পোরণের খবর পেয়ে সহকারি পুলিশ সুপার (সার্কেল) তাসলিম হুসাইন ও মডেল থানার ওসি বায়েজীদ আকনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার রাতে ৩৫/৪০ জন যুবক কিরিচ রাম-দা লাঠিসোটা নিয়ে হৈচৈ করতে করতে প্রথমে মিন্টু মিয়ার নতুন বাড়ীতে গিয়ে হামলা ভাংচুর করে, এর পর কমর আলী মিয়াজী বাড়ীতে প্রবেশ করে মঈন উদ্দিন নামে এক ব্যক্তির ঘরের সামনে গিয়ে চিতকার দিয়ে ডাকতে থাকেন, দরজা খুলতে দেরী হওয়ায় একপর্যায় দরজা ভেঙ্গে ঘরে ডুকে ব্যাপক ভাংচুর শুরু করে, ঘরে থাকা মঈন উদ্দিনের ৬মাসের অন্তসত্ত্বা স্ত্রী জেসমিন আক্তার কে মারধোর ও পরনের কাপড টেনে ছিড়ে শ্লিলতাহানী করে।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ বায়েজীদ আকন লিখিত এজাহার প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান এই ঘটনায় মামলা প্রকৃয়া চলছে।