সারা দেশে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন জেলা-উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা, র্যালি ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-
কিশোরগঞ্জ
থেকে: যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা শহরের সমবায় কমিউনিটি সেন্টারে জেলা যুবদল দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। এ উপলক্ষ্যে সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফের সভাপতিত্বে এতে জেলা ড্যাব এর সাবেক সভাপতি ও সাবেক সিভিল সার্জন ডা. আতিকুল সারোয়ার, জেলা ড্যাব আহ্বায়ক ডা. মুজিবুর রহমান, সদস্য সচিব ডা. এসকে নাজমুল হাসান সুমন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন প্রমুখ বক্তব্য রাখেন।
গাজীপুর
থেকে: যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে দিনব্যাপী দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। জেলা যুবদলের আয়োজনে গতকাল সকালে জেলা বিএনপি’র দলীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা. মাজহারুল আলম। জেলা যুবদলের সদস্য সচিব আনোয়ার বেপারীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ডা. শফিকুল ইসলাম, ড্যাবের জেলা সভাপতি ডা. আলী আকবর পলান, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোহেল, যুবদল নেতা ইয়াসির আকরাম, জয়নাল আবেদীন, ফরিদুল আলম বুলু, তপন খান, আলি নুর হাসান, আমজাদ খান, সারোয়ার শেখ, আশরাফুল আলম সিকদার, এমারত হোসেন। এতে প্রায় ৩০০ জন নারী-পুরুষকে চিকিৎসাসেবা দেয়া হয়।
আগৈলঝাড়া
(বরিশাল) উপজেলায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, রেলি, রক্তদান কর্মসূচি, মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর আলম সেন্টু, উত্তর জেলা যুবদলের সদস্য হেমায়েত তালুকদার, আগৈলঝাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক শোভন রহমান মনির মোল্লা, সদস্য সচিব সাইফুল আলম শিপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হাবিব মুন্সী, আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম সিকদার, যুগ্ম আহ্বায়ক শাহ মুহাম্মদ বখতিয়ার, যুগ্ম আহ্বায়ক খোন্দকার মোহাম্মদ আলীসহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
নেত্রকোনা
যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোনায় যুবদলের উদ্যোগে পৃথক পৃথক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদলের ১নং সহ-সভাপতি ও নেত্রকোনা পৌরসভায় বিএনপির ধানের শীষের মনোনীত সাবেক মেয়র পদপ্রার্থী আব্দুল্লাহ্ আল মামুন খান রনি’র উদ্যোগে গতকাল সকাল ১১টায় চকপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন জেলা যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মশু। বক্তব্য রাখেন আব্দুল্লাহ্ আল মামুন খান রনি, যুবদল নেতা রফিকুল ইসলাম রফিক, ড্যাব নেতা ডা. মাজহারুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। অপরদিকে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপনের উদ্যোগে নেত্রকোনা সরকারি কলেজ ক্যাম্পাসে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য এসএম মুসা, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, জেলা যুবদলের সাবেক সমাজকল্যাণ সম্পাদক মীর্জা আজিজুর রহমান হাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ। ফ্রি মেডিকেল ক্যাম্পে ডায়বেটিস পরীক্ষা, রক্তদান ও রোগীদের চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়।
ফুলবাড়ী
(কুড়িগ্রাম) ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল দুপুর ১১টায় নেতাকর্মীদের বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ফুলবাড়ী কাচারী মাঠ বটতলায় সমাবেশ অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফের সভাপতিত্বে এবং যুগ্ম-সম্পাদক রেজাউল ইসলাম রুবেলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নজির হোসেন। অপরদিকে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুলবাড়ী উপজেলা পরিষদ সংলগ্ন দলীয় কার্যালয়ে গতকাল সকাল ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিকাল ৩টায় ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল খালেকের সভাপতিত্বে এবং সদস্য সচিব অপুর্ব লাল সেনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, সিনিয়র যুগ্ম সম্পাদক আরাবুর রহমান পাশা, বিএনপি নেতা মোজাম্মেল হক মাস্টার, ইকবাল হোসেন রুকু, স্বেচ্ছাসেবক দল নেতা এইচএম বাবুল, হাফিজুর রহমান, যুবদল নেতা রিয়াজুদ্দিন রিপন, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রেজাসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সবশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
কেরানীগঞ্জ ::
ঢাকা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তদান ও আলোচনা সভা আয়োজন করেন কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদল। গতকাল সকালে শাক্তা ইউনিয়নের বর্না কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিল ও রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের আহ্বায়ক মো আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। আনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি’র সভাপতি মো মনির হোসেন মিনু, সহ-সভাপতি শামীম হাজী, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী। কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের সদস্য সচিব মো রফিকুল ইসলাম রুবেলের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিএনপি’র নেতা মনিরুল হক, মো নাজিম, ঢাকা জেলা যুবদল নেতা মো মাসুদ রানা, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়ালীউল্লাহ সেলিম, জাসাস নেতা জহিরুল ইসলাম জহির দেওয়ান প্রমুখ। এদিকে উপজেলা দক্ষিণ শাখা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও রক্তদান কর্মসূচি গ্রহণ করা হয়।
ঘাটাইল
(টাঙ্গাইল) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়। গতকাল এই উপলক্ষে কেন্দ্রীয় খেলার মাঠ থেকে বিশাল একটি র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, টাঙ্গাইল জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আখম রেজাউল করিম, উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান খান পালন, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, উপজেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক আবু বকর সিদ্দিক, সাবেক ছাত্র নেতা মো. শামীম মিয়া।
নান্দাইল
(ময়মনসিংহ) নান্দাইলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপি’র অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের আয়োজনে গতকাল বিকাল ৩টায় উপজেলা সদরে বালুর মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ব্রিগেডিয়ার জেনারেল ( অব.) শামসুল ইসলাম সূর্য। একটি র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালুর মাঠে সমবেত হয়। র্যালি শেষে বালুর মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব ভূঁইয়া। নান্দাইল উপজেলা যুবদলের প্রস্তাবিত আহ্বায়ক আকরাম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শামসুল ইসলাম সূর্য, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নান্দাইল পৌরসভার সাবেক মেয়র, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সম্মানিত সদস্য আজিজুল ইসলাম পিকুল, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, নজরুল ইসলাম ফকির, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক পল্লব রায়সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে বিশাল র্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শরীয়তপুর ::: যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে সাবেক ভিপি নাজমুল হোসেন বাদল ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সীর নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল বের হয়ে কোর্ট এলাকা শিল্পকলা হয়ে পৌরসভা অডিটোরিয়ামে এসে মূল অনুষ্ঠানে মিলিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত ও পরে কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের শুরু করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীন কালু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি শাহ্ আব্দুস ছালাম, জাহাঙ্গীর আলম কাশেম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সী, বিএনপি নেতা, সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আকতার হোসেন মাঝি, সদর পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইদ্রিস মোল্লা প্রমুখ।
চুয়াডাঙ্গা
যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদলের আয়োজনে গতকাল সকাল ১০টায় শহরের শিল্পকলা একাডেমি চত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়ে চলে বেলা ১টা পর্যন্ত। এর আগে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠানস্থলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি শরীউর জামান সিজার, সহ-সভাপতি আরিফুজ্জামান পিন্টু, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সালাম বিপ্লব, যুগ্ম সম্পাদক হাজী রবিউল ইসলাম, বকুল হোসেন, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও বিএনপি নেতা আক্তার হোসেন। পরে বেলা ১২টায় যুবদলের অপর অংশের আয়োজনে শহরের সাহিত্য পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে শেষ হয়।
পটুয়াখালী
যুবদল-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তদান ও ওষুধ বিতরণ কর্মসূচি পালিত হয়। গতকাল সকালে কলেজ রোডস্থ জেলা যুবদল কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তদান ও ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা যুবদলের সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন। জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ আব্দুর রশিদ চুন্নু মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপি’র সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি এডভোকেট রুহুল আমীন রেজা, সহ- সভাপতি গোলাম রব্বানীসহ জেলা যুবদলের নেতৃবৃন্দ। ফ্রি মেডিকেল ক্যাম্পের নেতৃত্বে ছিলেন জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সার্জারি বিশেষজ্ঞ ডা. একেএম ওমর ফারুক মসিহ।
দোয়ারাবাজার {সুনামগঞ্জ)
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দোয়ারাবাজারে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনাসভা এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে উপজেলা যুবদলের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক মাধব রায়’র সভাপতিত্বে ও জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ুমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আলহাজ এমএ বারী।
দেলদুয়ার
দ (টাঙ্গাইল) দেলদুয়ারে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা যুবদল ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। বেলা সাড়ে ১১টায় বিএনপি কার্যালয়ের সামনে উপজেলা যুবদলের আহ্বায়ক অপু তালুকদার শিপলুর সভাপতিত্বে ও সদস্য সচিব বাবলু চৌধুরীর পরিচালনায় ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল আজিজ খান, সহ-সভাপতি মো. আজাদ মিয়া, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এসএম ফেরদৌস আহমেদ প্রমুখ। মেডিকেল ক্যাম্পে ডা. আনিছ খান, আই কেয়ারের পক্ষ থেকে ১৮০ চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ওষুধ ও চশমা প্রদান করেন। একই সঙ্গে শতাধিক রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ব্যবস্থাপাপত্র ও ওষুধ সরবরাহ করা হয়েছে।
রাঙ্গাবালী
(পটুয়াখালী) রাঙ্গাবালীতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দশে দিনব্যাপী দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসাসেবা প্রদান করা হয়। এর পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ, শিশুখাদ্য ও পানি বিতরণ করা হয়েছে। রোববার (২৭শে অক্টোবর) সকালে রাঙ্গাবালীর প্রধান সড়কের পাশে বন গবেষণা কেন্দ্রে এ আয়োজন করা হয়। এতে প্রায় ৫ শতাধিকেরও বেশি মানুষ সেবা গ্রহণ করেন। উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান অরুণ মীরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মু. নিয়াজ আকনের আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তৃতায় রাঙ্গাবালী উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রহমান ফরাজি বলেন, ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে জালেম আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় দেশে এখন গণতন্ত্র ফিরে এসেছে। এ দেশে এখন শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে। সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মফিদুল ইসলাম সেলিম মুন্সি, যুগ্ম সম্পাদক খোকা মৃধা, আনোয়ার হাওলাদার, আব্বাস হাওলাদার।
ধুনট
(বগুড়া) ধুনটে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৯টায় দলীয় কার্যালয়ে ধুনট উপজেলা ও পৌর যুবদলের আয়োজন এসব কর্মসূচি পালিত হয়। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিমের সভাপতিত্বে ও পৌর যুবদলের আহ্বায়ক আবু তালহা শামীম ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী জনের সঞ্চালনায় আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মুনজিল হোসেন।
ধর্মপাশা
উপজেলা যুবদল আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ র্যালি বের হয়। দুপুরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান, আব্দুল মোতালেব খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম রহমত, সিনিয়র সহ-সভাপতি কাজী মাজহারুল হক, সহ-সভাপতি আব্দুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির, সাইফুর রহমান কাঞ্চন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিয়াকত আলী, ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর রহমান ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দৌলতখান
ভোলা দৌলতখান উপজেলায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসের শুরুতে গতকাল সকালে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করা হয়। বিকালে দৌলতখান উপজেলা অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপি’র সাবেক কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও দৈনিক খবরপত্র পত্রিকার সম্পাদক ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদেরকে জনগণের কল্যাণ মাথায় রেখে প্রতিহিংসার রাজনীতি পরিহার করতে হবে। আমাদেরকে মানুষের কল্যাণে কাজ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৌলতখান ও বোরহানুদ্দিন উপজেলা বিএনপি’র সমন্বয়কারী, দৌলতখান প্রেস ক্লাবের উপদেষ্টা ও দৈনিক খবরপত্র পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আকবর হোসেন, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শাজাহান সাজু, সহ-সভাপতি প্রভাষক নিজাম উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ কুট্টি, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও ভবানীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম আজম পলিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু হেনা মো. রিয়াজ প্রমুখ।
পাথরঘাটা
বরগুনা : পাথরঘাটায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ৮টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাড়ে ৮টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এবং ৯টায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ কর্মসূচি ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে বক্তব্য রাখেন বরগুনা জেলা যুবদলের বিপ্লবী সহ-সভাপতি এরফান আহমেদ সোয়েন, পাথরঘাটা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন রানা, যুগ্ম আহ্বায়ক হাসান আল বকর মেছাল, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম জামাল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল ও পাথরঘাটা পৌর যুবদলের আহ্বায়ক সোহানুর রহমান সোহাগ প্রমুখ। পাথরঘাটা উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে দিনব্যাপী ওই মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। এতে শত শত রোগী চিকিৎসা নিয়েছেন।
হবিগঞ্জ
থেকে: যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। গতকাল সকালে পৌরসভা মাঠে এ ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ।
জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুর রহমান সেতুর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। পরে জি কে গউছ চিকিৎসা নিতে আসা রোগী ও ডাক্তারদের সঙ্গে কথা বলেন। দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে কয়েক শতাধিক চক্ষু, মেডিসিনসহ সাধারণ রোগের চিকিৎসা প্রদান করবেন বলে জানান আয়োজকরা।
এ সময় প্রধান অতিথি বলেন, শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে। প্রতিনিয়ত তার রেখে যাওয়া প্রশাসনে ও আওয়ামী লীগের লোকজন সমস্যা সৃষ্টি করছে। বিগত ১৬টি বছর যুবদলসহ বিএনপি’র সকল স্তরের নেতাকর্মী প্রকাশ্যে কোনো মানুষের পাশে দাঁড়াতে পারে নাই। ইতিহাস কাউকে ছাড় দেয় না। আওয়ামী লীগ যেভাবে মানুষের উপর জুলুম নির্যাতন করেছে দেশের মানুষ তার সমুচিত জবাব দিয়েছে।
নরসিংদী ::: জাতীয়বাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলা যুবদলের উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প শুভ উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা ও বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। জেলা যুবদলের উদ্যোগে হাজার হাজার অসহায় দরিদ্র মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা ও বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়। গতকাল দুপুরে নরসিংদী রেল স্টেশনের পাশে বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প শুভ উদ্বোধন ও বিনা মূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠানে নরসিংদী জেলা যুবদলের সভাপতি বার বার কারাবরণকারী নেতা মো. মহসিন হোসেন বিদ্যুৎ এর সভাপতিত্বে ও নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদ হোসেন চৌধুরী সুমন এর সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে নরসিংদী জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নরসিংদী শহর বিএনপি’র সভাপতি এ কে এম গোলাম কবীর কামাল ও সেক্রেটারি ফারুক উদ্দিন ভূঁইয়া, রায়পুরা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহমান খোকন, নরসিংদী জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রবি, নরসিংদী জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আমিনুল হক বাচ্চু, জেলা স্বেচ্চাসেবক দলের সাবেক সভাপতি কবীর আহমেদ, জেলা যুবদলের সহ-সভাপতি আলমগীর হোসেন, জেলা যুবদলের সহ-সভাপতি নাজমুল হক ভূঁইয়া মোহন, সহ-সভাপতি তাজুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট উম্মে সালমা মায়া ও সেক্রেটারি সালমা আক্তার স্বপনা, রায়পুরা উপজেলা যুবদল আহ্বায়ক আলফাজ উদ্দীন মিঠু, রায়পুরা পৌরসভা যুবদলের আহ্বায়ক সাইফুল আহমেদ সোহেল ও সদস্য সচিব সুমন নেওয়াজ, নরসিংদী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সামসু উদ্দীন সামু ও সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফয়সাল, নরসিংদী জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মেহেদী, নরসিংদী জেলা যুবদলের সদস্য হাবিবুর রহমান মাস্টার, রায়পুরা উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মানিক মিয়া প্রমুখ।
শিবচর
(মাদারীপুর) : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মাদারীপুর জেলার শিবচরে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
গতকাল সকাল থেকে উপজেলা যুবদলের পক্ষ থেকে একাধিক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় বিনামূল্যে ওষুধও প্রদান করা হয়।
জানা গেছে, শিবচর পৌর মার্কেটের সামনে যুবদল নেতা তাইজুল ইসলাম স?জিব খানের উ?দ্যো?গে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ ছাড়াও পৌর বাস টার্মিনাল সংলগ্ন এলাকায়
যুবদল নেতা মুহিম বেপারীর উ?দ্যো?গে আলাদা মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এদিকে পৌরসভার সিকিম আলী খান মার্কেটের সামনে হেমায়েত হোসেন খানের উদ্যোগে এবং উপজেলার পাঁচ্চর ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে যুবদল নেতা জিয়াউল হক জিয়ার উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয় রোগীদের।
ঝিনাইদহ
ঝিনাইদহ প্রতিনিধি: সেচ্ছায় রক্তদান, এতিমদের মাঝে খাবার বিতরণ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়ার মাহফিলের মধ্যদিয়ে ঝিনাইদহে দিনব্যাপী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষ্যে জেলার ৬ উপজেলায় কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বিস্তারিত কর্মসূচি পালন করা হয়। দুপুরে ঝিনাইদহ জেলা যুবদলের পক্ষ থেকে ওয়াজির আলী হাইস্কুল মাঠে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে শাতাধিক নেতাকর্মী স্বেচ্ছায় রক্ত প্রদান করেন। এ ছাড়াও ঝিনাইদহ সিটি কলেজ মাঠেও রক্তদান কর্মসূচি পালন করা হয়। একইদিন দুপুরে ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা জামে মসজিদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়ার মাহফিল ও খাজুরা মাদ্রাসায় এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। বিকালে ঝিনাইদহ জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রণকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি এডভোকেট এমএ মজিদ, দলের সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, মুন্সি কামাল আজাদ পাননু, আব্দুল মজিদ বিশ্বাস, শাহজাহান আলী ও আশরাফুল ইসলাম পিন্টু, মিজানুর রহমান সুজন, মনিরুল ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথি জেলা বিএনপি’র সভাপতি এডভোকেট এমএ মজিদ বলেন, দেশের গনতন্ত্র ও মানবাধিকার রক্ষায় যুবদল অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে যাবে।
মহাদেবপুর
মহাদেবপুরে গতকাল বিকেলে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে যুবদল মহাদেবপুর উপজেলা শাখা আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন। দোয়া মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন মহাদেবপুর উপজেলা যুবদলের আহবায়ক মোজাফ্ফর রহমান। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা আক্তার, হাতুড় ইউপি চেয়ারম্যান এনামুল হক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান টিক্কা ও শামিমুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
রংপু ;; থেকে: দেশের স্থিতিশীলতা ও রাজনৈতিক পরিবেশ ঘোলাটে করতে জাতীয় পার্টির অপচেষ্টা ও ষড়যন্ত্রকে প্রতিহতের শপথ নিয়েছে রংপুর মহানগর যুবদল। গতকাল সকালে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয় প্রাঙ্গণে রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি’র বক্তব্যে এ কথা বলেন মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন। তিনি বলেন, আজকে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা শপথ করতে চাই, বিগত ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। তাদের প্রধান শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। তাদের দোসর, পেতাত্মা হিসেবে সহযোগিতায় ছিল একটি গৃহপালিত দল। সেই দলের লোকেরা সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট ও রাজনৈতিক পরিবেশ ঘোলাটে করার জন্য দেশে বিভিন্নভাবে ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা করার অপ-প্রয়াস চালাচ্ছে। তিনি আরও বলেন, যুবদলের নেতাকর্মীরা শপথ গ্রহণ করছি, বিগত ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনে যেভাবে আমরা রাজপথে ছিলাম, সকল অপচেষ্টা-ষড়যন্ত্র প্রতিহত করতে আবারো রাজপথে থাকবো। তাদের কোনো ষড়যন্ত্র সফল হতে দেবো না। রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র সদস্য সচিব এডভোকেট মাহফুজ-উন-নবী ডন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন। এর আগে জেলা যুবদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব আনিছুর রহমান লাকু
রাজশাহী
থেকে: বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এডভোকেট সৈয়দ শাহীন শওকত বলেছেন, হাজার প্রাণের বিনিময়ে অর্জিত ছাত্র-জনতার সফল বিপ্লবের মধ্যদিয়ে নতুন বাংলাদেশ গড়ার চেতনা যেন ভুলণ্ঠিত না হয় সেদিকে আমাদের যুবসমাজকে খেয়াল রাখতে হবে। যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকি উপলক্ষে গতকাল রাজশাহী নগরীর লক্ষীপুর মোড়ে জেলা যুবদলের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন এর সভাপতিত্বে জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফায়সাল সরকার ডিকোর সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্য সচিব অধ্যাপক শ্রী বিশ্বনাথ সরকার, জেলা বিএনপি’র সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও এমট্যাব এর নেতৃবৃন্দ।
সিংগাইর
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে সিংগাইরে বিএনপি কার্যালয়ের সামনে উপজেলা যুবদলের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। এ সময় উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মঞ্জরুল ইসলাম মন্জুর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. ইসমাঈল হোসেনের সঞ্চাচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ইজ্ঞিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
কেশবপুরে
: কেশবপুরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেশবপুর পৌর যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকালে উপজেলা বিএনপি’র দলীয় কার্য্যলয়ে পৌর যুবদলের সদস্য সচিব মেহেদি বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ আবুল হোসেন আজাদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ।
ডিমলায়
(নীলফামারী): ডিমলায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে উপজেলা যুবদল।
দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএপি’র সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সহ-সভাপতি আরিফ উল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা সদর বিএনপি’র সভাপতি ডিআর জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার, আব্দুল জব্বার, উপজেলা যুবদলের সদস্য সচিব আশিক উল ইসলাম লেমন প্রমুখ।
মাদারগঞ্জ
(জামালপুর) : মাদারগঞ্জে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা যুবদলের উদ্যোগে তারেক রহমানের নির্দেশে মাদারগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণসহ পৌর শহর পরিচ্ছন্ন ১০ দিনব্যাপী কার্যক্রম শুরু করেছে। গতকাল মাদারগঞ্জ উপজেলা পৌর যুবদলের যৌথ আয়োজনে থানা মোড় বিএনপি দলীয় কার্যালয় ও জোনাইল উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প করে দরিদ্র অসহায় মানুষদের ওষুধ চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করেছে এবং ২৮শে অক্টোবর সোমবার ফ্রি চক্ষু সেবা ক্যাম্পে ওষুধ ও চিকিৎসাসেবা কার্যক্রম চালু থাকবে। তাছাড়া উপজেলা শহর পরিচ্ছন্নসহ মাদারগঞ্জের ৭টি ইউনিয়নে বৃক্ষরোপণ কার্যক্রম করা হবে। ফ্রি মেডিকেল ক্যাম্পে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও গুনারীতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান।
উল্লাপাড়া
(সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নানা আয়োজনে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল সকালে উপজেলা যুবদলের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেককাটা, পৌর শহরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শেষে পুরাতন বাসস্ট্যান্ডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মানিকগঞ্জ
থেকে: বিনামূল্যে চিকিৎসাসেবাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে মানিকগঞ্জে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকাল থেকে জেলা ও উপজেলা যুবদল পৃথক পৃথকভাবে এই কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল রক্তদান, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ। জেলা ও ৭টি উপজেলায় প্রায় ৩ হাজার মানুষজনের মাঝে এই চিকিৎসাসেবা প্রদান করা হয়।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতার সার্বিক দিক নির্দেশনায় গতকাল সকাল থেকে দিনভর জেলা শহরের শহীদ স্মৃতি স্তম্ভ প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করা হয়। এ সময় জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপুর সভাপতিত্বে সদস্য সচিব তুহিনুর রহমান তুহিনের সঞ্চালনায় চিকিৎসাসেবার আনুষ্ঠানিকতায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক সত্যেন কান্ত পণ্ডিত ভজন, পৌর বিএনপি’র সভাপতি নাছির উদ্দিন যাদু, জেলা কৃষক দলের আহ্বায়ক গোলাম কিবরিয়া সাঈদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ কবীর, যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজসহ জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন নেতৃবৃন্দ। এ ছাড়া আফরোজা খান রিতার দিক নির্দেশনায় সকাল থেকে ঘিওর, শিবালয়, সাটুরিয়া, সিংগাইর, হরিরামপুরসহ ৭টি উপজেলায় যুবদলের আয়োজনে একই কর্মসূচি পালন করেছে। এই কর্মসূচিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বিনামূল্যে চিকিৎসা কার্যক্রমে অংশ নেন।
কেন্দুয়া
(নেত্রকোনা) : নেত্রকোনার কেন্দুয়ায় যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা, বর্ণাঢ্য র?্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে উপজেলা যুবদলের আয়োজনে উপজেলা বিএনপি দলীয় কার্যালয় প্রাঙ্গণে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা যুবদলের আহ্বায়ক মাইনউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী নেতা ও জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ ড. রফিকুল ইসলাম হিলালী। পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম শান্তির সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা বিএনপি সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু, যুবদল নেতা আসাদুজ্জামান খোকা প্রমুখ।
ইন্দুরকানী
(পিরোজপুর) ইন্দুরকানীতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা যুবদলের আয়োজনে বিএনপি কার্যালয়ে যুবদল সভাপতি মো. আতিকুর রহমান (আতিক) এর সভাপতিত্বে সদস্য সচিব খায়রুল ইসলাম লাভলুর সঞ্চালনায় ফ্রি-মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা প্রদান করেন ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আ. কাদের। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো. ফরিদ আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক এইচএম ফারুক হোসাইন, যুবদল নেতা মো. মেহেদী হাসান মহারাজ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জুয়েল রানা, ছাত্রদল সভাপতি মো. আল-আমিন, সাধারণ সম্পাদক মো. সাদিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মো. রাকিবুল ইসলামসহ বিএনপি ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
কালীগঞ্জ
(ঝিনাইদহ) কালীগঞ্জে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল দিবসটি উপলক্ষে কালীগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে সকাল ১০টায় আলোচনা সভা, দোয়া ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান আলী খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। এ সময় হামিদ বলেন, আওয়ামী ফ্যাসিবাদের ঠাঁই এ দেশে আর হবে না। ৫ই আগস্ট যারা গণহত্যায় জড়িত ছিল, তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। এ সময় সবাইকে আওয়ামী লীগের অপরাজনীতি থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, বিএনপি নেতা আনয়ারুল ইসলাম রবি, গোলাম রব্বানীসহ সিনিয়র নেতারা।
বোদা
(পঞ্চগড়) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ মো. ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে গণতন্ত্র দেখতে পাচ্ছি। গণতন্ত্র নস্যাতে ষড়যন্ত্র শেষ হয় নাই, নতুন করে ষড়যন্ত্রের দানা বাঁধছে। গণতন্ত্রের ধারাবাকিহতা অব্যাহত রাখতে তিনি অতিদ্রুত নির্বাচনের দাবি জানান। তিনি বিএনপি নেতাদের সকল প্রকার ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। তিনি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, আমাদের দ্বারা যেন সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়। বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি গতকাল দুপুরে পঞ্চগড় জেলার বোদা কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বোদা উপজেলা ও বোদা পৌর যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বোদা উপজেলা যুবদলের আহ্বায়ক এলাহী কুদরত-ই-আমিন সাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অলিয়ার রহমান অলি ও আফসারুল ইসলাম। আলোচনা সভায় বিএনপি নেতা আখতার হোসেন হাসান, আব্দুল মান্নান, হকিকুল ইসলাম, আব্দুস সামাদ তারা, আসাদুল্লাহ আসাদ, দিলরেজা ফেরদৌস চিন্ময়, দেলোয়ার হোসেন, সাজ্জাদ হোসেন জুয়েল, আবু বক্কর সিদ্দিক মহব্বত উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় বোদা উপজেলা ১০টি ইউনিয়ন ও বোদা পৌরসভার বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ মো. ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
ভাঙ্গুড়া
(পাবনা) ভাঙ্গুড়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প,বৃক্ষ রোপণ ও রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে পৌরশহরের শরৎনগর বাজার এলাকায় এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপজেলা ও পৌর যুবদল এই কর্মসূচির আয়োজন করে।
উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল ইসলাম এর উদ্বোধন করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম লিমা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সাবেক সাংগঠনিক সম্পাদক সরদার জাফর ইকবাল হিরোক, পৌর বিএনপি’র আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব সাইদুল ইসলাম বুরুজ, সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম,যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম টিটু প্রমুখ।
জয়পুরহাট নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটে জাতীয়তাবাদী জেলা যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে আজ রোববার সকালে জয়পুরহাট জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ শেষে আবুল কাশেম ময়দানে ফ্রী মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
সদর উপজেলার শহীদ সেকেন্দার বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্র ও যুবদলের নেতা-কর্মীরা। পাঁচ শতাধিক গরিব রোগীকে বিনামুল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।
এ উপলক্ষ্যে আলোচনায় সভায় বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী রাব্বি, রিজভী আহমেদ প্রমূখ।
পরে দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ আন্দোলন-সংগ্রামে সকল শহীদের আত্মার মাগফিরাত ও দেশবাসীর জন্য দোয়া করা হয়।