সড়কে বিদ্যুতের খুঁটি রেখেই সংস্কার : দুর্ঘটনার আশঙ্কা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের লেবুখালী ক্যান্টনমেন্ট সংলগ্ন মহেরের হাট থেকে কানকি কৃষ্ণকাঠি এলাকার সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই সড়ক প্রশস্ত ও পাকা-সংস্কারের কাজ শেষ করা হয়েছে।

উপজেলা এলজিইডি অফিসের তত্ত্বাবধানে বিডিআরআইডিপি প্রকল্পের আওতায় ২০১৯ /২০২০ অর্থবছরে আমির ইঞ্জিনিয়ারিং নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ২০২২ সালে সড়ক সংস্কারের কাজ শেষ করেন।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, সড়ক সংস্কার কাজ চলাকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির অভাবে সড়ক থেকে ওই বিদ্যুতের খুঁটি অপসারণ করা হয়নি।

যেকারণে সংশ্লিষ্ট ঠিকাদার সড়কের মাঝখানে খুঁটি রেখেই পাকা করার কাজ শেষ করেছেন।

ফলে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। একই সাথে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন যানবাহনের চালক ও স্থানীয় বাসিন্দারা।

ভূক্তভোগীরা জানিয়েছেন, সড়কটি ক্যান্টনমেন্ট সংলগ্ন এবং ভরপাশা ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ সড়ক।

সড়কটি লেবুখালী ক্যান্টনমেন্ট সংলগ্ন মহেরের বাজার হয়ে ভরপাশা ইউনিয়নের কানকি কৃষ্ণকাঠি হয়ে বরগুনা আঞ্চলিক সড়কের সাথে সংযোগ হয়েছে।

কলেজ শিক্ষার্থী নাজমুল বলেন, সড়কের মাঝে খুঁটি রেখে রাস্তা পাকা করার কাজ শেষ করা হয়েছে। এটা কোনো ভাবেই যুক্তিযুক্ত নয়। এতে যেকোনো সময়ে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।

উপজেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী হাসনাইন আহমেদ বলেন, সড়কের মধ্যে বিদ্যুতের খুঁটি বিষয়টি আমার জানা ছিলোনা। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *