শেবামেকে অস্টম দিনেও চলছে শাটডাউন
বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজে (শেবামেক) শিক্ষক সংকট নিরসনের দাবিতে শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
শাটডাউন কর্মসূচির অস্টম দিনেও সোমবার ক্লাস ও একাডেমির কার্যক্রম বর্জন করা হয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায় একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। কলেজে ৩৩৪টি পদের মধ্যে দীর্ঘদিন থেকে ১৮৮টি শিক্ষক পদ শুন্য রয়েছে।
বিশেষ করে মেডিসিন, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ফিজিওলজি, সিসিইউ, গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টসহ ডেন্টাল ইউনিটের অধিকাংশ ডিপার্টমেন্টে শিক্ষক সংকট রয়েছে।
শিক্ষার্থীরা পূর্বে আন্দোলনের ডাক দিলে ছয়জন শিক্ষক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য অধিদপ্তর। এতে সন্তুষ্ট নন শিক্ষার্থীরা। তাদের দাবি দ্রুত শিক্ষক সংকট নিরসন করা না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।