শরীয়তপুর প্রতিনিধি:
নববর্ষ ২০২৫ উপলক্ষে শরীয়তপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি ২০২৫) সন্ধ্যায় উত্তর বালুচরা এলাকায় উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শরীয়তপুর পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বেপারীর সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. জাকির হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করেন, জেলা বিএনপির সহ-সভাপতি মোফাজ্জেল ফকির। বিশেষ অতিথির আসন গ্রহণ করেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল খান, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক বি.এম মহিউদ্দিন বাদল।
সম্মানিত অতিথি ছিলেন, জেলা যুবদলের সাবেক সভাপতি ইজাজুল ইসলাম মামুন খান, জেলা বিএনপির প্রচার সম্পাদক ভিপি রুহুল আমিন মুন্সী, পৌরসভার সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান, জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব সরদার এ. কে. এম চান মিয়া, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ শামীম সরদার, বর্তমান সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন মাঝী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক অলিউল্লাহ খান, জেলা যুবদল নেতা ইসহাক মাদবর, মনির চৌধুরী, লিয়াকত খান, সদর উপজেলা যুবদলের সভাপতি রুহুল আমিন বেপারী, সিনিয়র সহ-সভাপতি উজ্জল খান, পৌরসভার সাবেক সভাপতি কে.এম রফিকুল ইসলাম পিন্টু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শামীম খান, যুবদল নেতা পিন্টু চৌধুরী, পৌরসভা যুবদলের সহ-সভাপতি হান্নান খান, সহ-সভাপতি আলমগীর সরদার, শ্রমিক দল নেতা রুহুল আমিন বেপারী, পৌরসভা বিএনপির সহ-সভাপতি কামাল শেখ, ৫ নং ওয়ার্ড বিএনপি নেতা ইউনুছ সরদার।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর সাইফুর রহমান রাজ্জাক মোল্লা, বিএনপি নেতা নয়ন সরকার, আবুল কাশেম, মিলন গাজী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদ খান মেনন, বিএনপি নেতা আনোয়ার আকন, জেলা যুবদল নেতা সরদার মোঃ নাজমুল হুদা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ শাহাবউদ্দিন, ছাত্রদল নেতা তাজমুল মাঝী সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
পরে উপস্থিত অতিথি সহ সকলের সম্মানে খিচুড়ির আয়োজন করা হয়।