শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী প্রাথমিকভাবে চূড়ান্ত

শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী প্রাথমিকভাবে চূড়ান্ত

শরীয়তপুর প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের ৩টি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের
প্রার্থীর প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে দলটি।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১০ টার
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও শরীয়তপুর জেলা শাখার মাওলানা শাব্বির আহমদ উসমানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের ৩টি আসনে প্রার্থীর তালিকা মনোনয়ন বোর্ডে পাঠানোর বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জেলা কার্যালয়ে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে কেন্দ্রীয় মজলিশে শূ্রা সদস্য ও জেলার সাধারণ সম্পাদক মো. দবির হোসেন শেখ এবং শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে কেন্দ্রীয় মজলিশে শূ্রা সদস্য ও জেলার সহ-সভাপতি মুফতি খবিরুদ্দীন এই তিন প্রার্থীর নাম কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন বোর্ডের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি এখন থেকেই ভোটের মাঠে প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, প্রার্থী প্রাথমিকভাবে চূড়ান্ত হ়লেও শরীয়তপুরে এই তিন প্রার্থীর পক্ষে দলীয় সকল স্তরের নেতাকর্মীদের মাঝে উৎসব-উদ্দীপনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াতে তাদের প্রার্থীদের ছবি দিয়ে প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছে।

শরীয়তপুর জেলা শাখার মাওলানা শাব্বির আহমদ উসমানী বলেন, আমাদের তিনজন প্রার্থীই যোগ্য ও জননন্দিত। তৃণমূলের সভায় সর্বসম্মতিক্রমে তাদের নাম চূড়ান্ত করে মনোনয়ন বোর্ডে পাঠানো হয়েছে। তারা মেধা, যোগ্যতা, দক্ষতা, মানবিকতা ও নেতৃত্বে সেরা।
সাধারণ মানুষের মাঝে তাদের চাহিদা আকাশছোঁয়া। আগামীর নির্বাচনে শরীয়তপুরের তিনটি আসনের মানুষ এই খেলাফত মজলিসের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার জন্য প্রস্তুত রয়েছে। আমাদের প্রার্থীরা বিজয়ী হ়লে একটি শান্তিপূর্ণ, নিরাপদ, বাসযোগ্য ও আধুনিক এবং ঘুষ, দূর্নীতমুক্ত জেলায় পরিণত করবেন, ইনশাআল্লাহ।

ছবির ক্যাশপন: বা থেকে মাওলানা জালালুদ্দীন আহমদ, মো. দবির হোসেন শেখ ও মুফতি খবিরুদ্দীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *