মির্জাপুরে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে মনির নামের গরু চোরের মৃত্যু

সীমান্ত দাস, মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুরে গণপিটুনিতে এক গরু চোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৭মার্চ) রাত ৩টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের বাইমাইল পশ্চিমপাড়া গ্রামে চুরি করতে গিয়ে এ গণপিটুনির ঘটনা ঘটে।

গণপিটুনিতে নিহত ওই ব্যক্তির নাম মনির মোল্লা ওরফে আবুল মোল্লা ওরফে আকু (৪০)। তার বাড়ি পাবনা জেলার সুজানগর থানার রায়পুর মাছপাড়া গ্রামে। সে ওই গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

সূত্র জানায় গণপিটুনিতে নিহত ব্যাক্তির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১২-১৪টি মামলা রয়েছে বলে সিডিএমএস সূত্রে পুলিশ নিশ্চিত হয়েছে। গরুর মালিক বাইমাইল গ্রামের বাসিন্দা দেওয়ান মো. মিলন বলেন, রাত ৩টার দিকে ৩-৪ জনের চোরের একটি দল গোয়াল ঘরের টিন কেটে গরু চুরি করতে ভিতরে প্রবেশ করে। বিষয়টি আমার দাদা বুঝতে পেরে প্রথমে আমার মা’কে ডেকে তুলেন। এরপর ওনারা চোর চোর বলে ডাক চিৎকার করলে আমিও ঘর থেকে বের হই। এসময় চোরের দল দৌড়ে পালিয়ে যেতে পারলেও একজন চোর এলাকাবাসীর হাতে ধরা পড়ে। ক্ষুব্ধ এলাকাবাসী চোরকে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়।

মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *