স্টাফ রিপোর্টার, বরিশাল
রাতের আধাঁরে মসজিদের সাতটি ফলন্ত নারিকেল গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মসজিদের মুসল্লীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার উত্তর সরিকল গ্রামের।
ওই গ্রামের বাইতুল আমান জামে মসজিদ কমিটির যুগ্ন সম্পাদক হুমায়ুন কবির টিটন ও স্থানীয় বাসিন্দা কাজী বিপ্লবসহ মসজিদের মুসল্লীরা সোমবার দিবাগত রাতে অভিযোগ করে বলেন, মসজিদের সামনের সরকারি সড়কে বিগত ২০০১ সালে স্থানীয় মুসল্লীদের সহায়তায় সরিকল ইউনিয়ন পরিষদ থেকে মসজিদের জন্য ৬০টি নারিকেল গাছ রোপন করা হয়।
গাছগুলোতে নারিকেল হওয়ার পর তা বিক্রি করে সেই টাকা মসজিদের বিভিন্ন কাজে ব্যবহার করা হতো।
তারা আরও বলেন, গত কয়েকদিন থেকে স্থানীয় বাসিন্দা সৈয়দ রুবেল তার ঘরের পাশের রাস্তার নারিকেল গাছ কেটে নেয়ার চেষ্টা চালিয়ে আসছিলো। তারই ধারাবাহিকতায় রবিবার দিবাগত গভীর রাতে মসজিদ কমিটির কাউকে কিছু না জানিয়ে সৈয়দ রুবেলের নির্দেশে তার ভাই সৈয়দ সফিউল ইসলাম সোহেল মসজিদের সাতটি নারিকেল গাছ কেটে নিয়ে যায়।
এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তারা উল্লেখ করেন।
গাছ কাটা শ্রমিক পনির হোসেন জানান, ওই গ্রামের বাসিন্দা সৈয়দ রুবেলের ভাই সৈয়দ সফিউল ইসলাম সোহেল তাদের নিজেদের গাছ কাটার কথা বলে আমাদের ডেকে নিয়ে যায়। পরে তার নির্দেশে গাছগুলো কাটা হয়েছে।
গাছ কাটার বিষয়টি স্বীকার করে সৈয়দ সফিউল ইসলাম সোহেল বলেন, দিনে শ্রমিকরা গাছ কাটার সুযোগ না পাওয়ায় রাতে গাছগুলো কাটা হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, এ ঘটনায় এখন কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।