ব্যাংক কর্মকর্তা ও স্কুল শিক্ষকের বাসায় ‌দুর্ধর্ষ চুরি

দরজার লক ভেঙ্গে দিনে দুপুরে একজন ব্যাংক কর্মকর্তা ও একজন স্কুল শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। খবরপেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলা গেটের পূবালী ব্যাংক সংলগ্ন দুইটি বাসায়।

পূবালী ব্যাংক গৌরনদী শাখার ক্যাশিয়ার জিহাদ আল মামুন জানিয়েছেন, শনিবার সকালে পরিবারের সদস্যদের নিয়ে তিনি বরিশাল শহরে গিয়েছিলেন। সন্ধ্যায় বাসায় ফিরে তিনি দেখতে পান দরজার লক ভেঙ্গে চোরেরা বাসায় ঢুকে সব তছনছ করে রেখেছে।

পরবর্তীতে সন্ধান করে তিনি দেখতে পান চোরেরা তার বাসা থেকে ছয় ভরি স্বর্ণালংকার ও নগদ ৬৫ হাজার টাকা নিয়ে গেছে।

অপরদিকে স্কুল শিক্ষিকা তানজিন হাসান মুনিরের বাসায় একইভাবে দরজার লক ভেঙ্গে বাসায় ঢুকে সংঘবদ্ধ চোরেরা প্রায় অর্ধলাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চোরচক্রকে সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *