বেতন বৃদ্ধির দাবিতে রেফকো ফার্মাসিউটিক্যালস শ্রমিকদের কর্মবিরতি

বেতন বৃদ্ধির দাবিতে রেফকো ফার্মাসিউটিক্যালস শ্রমিকদের কর্মবিরতি

স্টাফ রিপোর্টার, বরিশাল

ওষুধ কোম্পানির জন্য ঘোষিত মজুরির গেজেট অনুযায়ী বেতন বৃদ্ধিসহ আট দফা দাবি আদায়ে বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শ্রমিকরা কর্মবিরতি ডেকেছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে রেফকো ফার্মাসিউটিক্যালস সংলগ্ন নগরীর মথুরানাথ পাবলিক স্কুল রোডে বিক্ষোভ শেষে এ ঘোষণা দেয়া হয়।

এসময় শ্রমিকরা অবিলম্বে নিয়মানুযায়ী বোনাস প্রদান, প্রভিডেন্ট ফান্ডের কার্যক্রম চালু, বেতন বৈষম্য দূর করে পদোন্নতির দাবি করেন।

দ্রুত সময়ে দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেয় শ্রমিকরা।

রেফকো ফার্মাসিউটিক্যালস শ্রমিক আব্দুল মজিদ বলেন, দীর্ঘদিন ধরে আমরা নামমাত্র বেতনে কাজ করে আসছি।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সংসার খরচ চালানো দায় হয়ে দাঁড়িয়েছে।

২০১৭ সালে ওষুধ কোম্পানির জন্য ন্যূনতম মজুরির গেজেট ঘোষণা করা হলেও নিয়মানুযাযী আমরা বেতন পাইনি।

শ্রমিকদের বোনাস প্রদান বন্ধ রয়েছে ২০২০ সাল থেকে। আগে প্রভিডেন্ট ফান্ডের কার্যক্রম চালু থাকলেও ১৫ বছর ধরে তা বন্ধ করে দেয়া হয়েছে। আমাদের ইনক্রিমেন্টের ক্ষেত্রেও একেকজনকে একেকরকম বেতন বৃদ্ধি করা বৈষম্য করা হচ্ছে।

নাম প্রকাশে্য অনিচ্ছুক নারী শ্রমিক জানান, আমাদের সকালে নাস্তা ও দুপুরে খাবার প্রদানের কার্যক্রম বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

বাসায় খাবার তৈরি করে নিয়ে আসবো সেই সময় দেয়া হচ্ছেনা।

বাইরে থেকে খাবার কিনেও খেতে পারছি না। তিনি অবিলম্বে খাবার প্রদানসহ সব দাবি মেনে নেয়ার আহ্বান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *