বুধবার বেলা বারোটার মধ্যে প্রতিষ্ঠান প্রধানের বিজ্ঞপ্তি অনুযায়ী ছাত্রাবাস ও ছাত্রী নিবাস থেকে আবাসিক সকল শিক্ষার্থীরা হল ত্যাগ করেছে।

বুধবার বেলা বারোটার মধ্যে প্রতিষ্ঠান প্রধানের বিজ্ঞপ্তি অনুযায়ী ছাত্রাবাস ও ছাত্রী নিবাস থেকে আবাসিক সকল শিক্ষার্থীরা হল ত্যাগ করেছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে আইএইচটি বন্ধ ঘোষণা করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ডা. মানষ কৃষ্ণ কুন্ডু। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

তবে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও প্রতিষ্ঠানের দাপ্তরিক সব ধরনের কাজ চলবে জানিয়েছেন অধ্যক্ষ ডা. মানষ কৃষ্ণ কুন্ডু বলেন, শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে আইএইচটির পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম কিছুদিন আগ থেকেই বন্ধ রয়েছে।

এরমধ্যে তৃতীয় ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের মধ্যকার দ্বন্ধে প্রতিষ্ঠানে থমথমে পরিবেশ বিরাজ করছে।

তিনি আরও বলেন, সোমবার এক আদেশে জুনিয়র শিক্ষার্থীদের দুই দফায় মারধরের ঘটনায় এক শিক্ষার্থীর ছাত্রত্ব স্থগিত করা হয়েছে। এছাড়াও ছাত্রাবাস থেকে আট শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

সতর্ক করা হয়েছে আরও এক শিক্ষার্থীকে। এ আদেশ দেওয়ার পরে ছাত্রবাসে উত্তেজনার সৃষ্টি হয়। ছাত্রবাসের ছাত্রদের উভয়পক্ষের মধ্যে পুনরায় সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে।

তাই সবদিক বিবেচনা করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি না হয় তাই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *