বরিশাল জেলার গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সমকাল পত্রিকার স্থানীয় প্রতিনিধি খোন্দকার মনিরুজ্জামান মনিরকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ হুমকি প্রদান করা হয়েছে।

সাংবাদিককে হুমকি থানায় জিডি অজ্ঞাতনামা মোবাইল ফোন থেকে বরিশাল জেলার গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সমকাল পত্রিকার স্থানীয় প্রতিনিধি খোন্দকার মনিরুজ্জামান মনিরকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ হুমকি প্রদান করা হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। আজ সোমবার দুপুরে হুমকির শিকার সাংবাদিক খোন্দকার মনিরুজ্জামান মনির জানান, গত ১৯ সেপ্টেম্বর থেকে

গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভায় জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে চারটি ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, একটি অবৈধ ব্যবসায়ী সিন্ডিকেট ওই স্মার্ট কার্ড বিতরণ কেন্দ্রগুলোতে ভ্রাম্যমান দোকান খুলে স্মার্ট কার্ডের কালার ফটোকপি প্রিন্ট,

লেমিনেটিং করাসহ স্মাটকার্ডের কভার ও ক্লিপ বিক্রির রমরমা অবৈধ ব্যবসা করছে। এ খবর পেয়ে রবিবার দুপুরে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের মধ্য বিল্বগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘুরে ভ্রাম্যমান দোকানের ছবি তুলে ভিডিও ধারন করে অবৈধ ব্যবসার তথ্য সংগ্রহ করা হয়। ওইদিন বিকেলে একটি মোবাইল ফোন থেকে তাকে (মনির) অজ্ঞাতনামা জনৈক ব্যাক্তি কল করেন ব্যবসার ক্ষতি করা থেকে বিরত থাকার জন্য বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করেন।

এ ব্যবসার পেছনে স্থানীয় অনেক বড় ক্ষমতাশালী ব্যক্তি রয়েছে বলেও ভয়ভীতি প্রদর্শন করা হয়। হুমকির ঘটনায় ওইদিন রাতে সাংবাদিক খোন্দকার মনিরুজ্জামান মনির গৌরনদী মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। থানায় জিডি দায়েরের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, আমরা জিডির তদন্ত করছি। হুমকির সত্যতা পাওয়া গেলে ও হুমকিদাতাকে সনাক্ত করা সম্ভব হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হরে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *