বরিশালে যুব ও ছাত্রদল নেতার ওপর হামলা

স্টাফ রিপোর্টার, বরিশাল

তুচ্ছ ঘটনার মীমাংসাকে কেন্দ্র করে শনিবার দুপুরে বরিশাল সদর উপজেলার বুখাইনগর বাজারে যুবদল নেতা মেহেদী সিকদার ও ছাত্রদল নেতা শামীম হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে আহতের অভিযোগ উঠেছে।

আহতদের বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দিবাগত রাতে হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানিয়েছেন, চরমোনাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম মাসুমের প্রত্যক্ষ মদদে তাদের ওপর হামলা চালানো হয়েছে।

তবে এ অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন চরমোনাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম মাসুম।

এদিকে যুবদল নেতা মেহেদীকে কোপানোর ঘটনায় জড়িতদের স্থানীয়রা গণধোলাই দিয়েছে বলে জানা গেছে।

আহত মেহেদী সিকদার বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ও বুখাইনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক।

অপর আহত শামীম হোসেন একই ইউনিয়ন ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক।

আহতরা অভিযোগ করেন, ২৫ হাজার টাকা পাওনা নিয়ে দ্বন্দ্বের মীমাংসায় গিয়েছিলেন আহত ও অভিযুক্তরা।

শনিবার দুপুরের মীমাংসা শেষে মতের অমিলের কারণে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম মাসুমের সমর্থক বাদল খান ছাত্রদল নেতা শামীম হোসেনকে থাপ্পর দেয়।

এরপর বাদলসহ কয়েকজনে শামীমকে ধরে পাশের গলিতে নিয়ে রড দিয়ে পেটাতে থাকে।

তখন শামীমকে উদ্ধারে এগিয়ে আসলে যুবদল নেতা মেহেদীকে কুপিয়ে গুরুতর জখম করে বাদল ও জিহাদসহ তাদের সহযোগিরা।

চরমোনাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অভিযুক্ত আমিনুল ইসলাম মাসুম বলেন, ‘আমি বাজারে গিয়েছি শালিস মীমাংসা করতে। মারধরের কোন ঘটনার সঙ্গে আমি জড়িত নই। এ ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না’।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এই ঘটনায় মেহেদী শিকদারের পরিবারের সবাই থানায় এসেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *