স্টাফ রিপোর্টার, বরিশাল
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় উভয়গ্রুপের কমপক্ষে ছয়জন নেতাকর্মী আহত হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সদর রোডে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে এ ঘটনা ঘটেছে।
প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে মহানগর ও জেলা ছাত্রদল পৃথক সমাবেশ ও র্যালি করে। এতে অংশগ্রহণ করেন ছাত্রদল, যুবদলসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতারা।
র্যালি চলাকালীন মহানগর ও জেলা ছাত্রদলের দুই গ্রুপের নেতাকর্মীরা সামনের সাড়িতে আসাকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পরে। এসময় কমপক্ষে পাঁচজন আহত হয়।
অপরদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তার নেতৃত্বে বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তার সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক ইসমাইল সরদার, সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাকিব হাসান, পৌর ছাত্রদল নেতা বিপ্লব হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য জোবায়ের আল মাহমুদ, জাফর আহম্মেদ প্রমুখ।
একইসময় সরকারি গৌরনদী কলেজ ছাত্রদল ও উপজেলা ছাত্রদলের একাংশের উদ্যোগে পৃথক র্যালি বের করা হয়। র্যালি চলাকালীন ব্যানারের সামনে আসাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রæপের মধ্যে হাতাহাতির ঘটনায় একজন গুরুত্বর আহত হয়েছে।