বরিশালের মুলাদীতে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত |

বরিশালের মুলাদীতে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত বরিশাল জেলার মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের নোমরহাট বাজার সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাইকেল সড়কের পাশে থাকা কবরস্থানের দেয়ালে ধাক্কা লেগে উল্টে দুই বন্ধু নিহত ও আরেক আরোহী গুরুত্বর আহত হয়েছেন।

আজ শনিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে মুলাদী থানার ওসি জহিরুল আলম বলেন, গুরুত্বর আহত মোটরসাইকেলের অপর আরোহী লোকমান চৌকিদারকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরপূর্বে শুক্রবার সন্ধ্যার পর এ দুর্ঘটনা ঘটলেও পরিবার বা হাসপাতাল থেকে থানা পুলিশকে বিষয়টি জানানো হয়নি দাবি করে ওসি স্থানীয়দের বরাত দিয়ে বলেন,

শুক্রবার সন্ধ্যার পর লক্ষীপুর গ্রামের বাসিন্দা স্বপন ভূঁইয়া একই গ্রামের তার বন্ধু কাওসার হোসেন ও অপর আরোহী লোকমান চৌকিদারকে নিয়ে মোটরসাইকেলযোগে নোমরহাট বাজারে যাচ্ছিল। পথিমধ্যে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের কবরস্থানের দেয়ালে স্বজোরে ধাক্কা লাগে।

এতে তিনজনই ছিটকে পরেন। ওইসময় ঘটনাস্থলে চালক স্বপন ভূঁইয়া (৩০) নিহত হয়। স্থানীয়রা গুরুত্বর আহত লোকমান চৌকিদার ও কাওসার হোসেনকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।

ঢাকায় নেওয়ার পথে রাত ১১টার দিকে কাওসার হোসেনের মৃত্যু হয়। লোকমান চৌকিদারকে শনিবার ভোরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *