ববি’র নবনিযুক্ত ট্রেজারারকে যোগদানে শিক্ষার্থীদের বাঁধা |

ববি’র নবনিযুক্ত ট্রেজারারকে যোগদানে শিক্ষার্থীদের বাঁধা

স্টাফ রিপোর্টার, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারারকে যোগদানে বাঁধা প্রদান করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। অবশেষে বিক্ষুব্ধদের তোপের মুখে যোগদান না করেই ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়েছেন নবনিযুক্ত ট্রেজারার অবসরপ্রাপ্ত কর্নেল আবু হেনা মোস্তফা কামাল।

আজ বুধবার সকালে শিক্ষার্থীরা বলেন, মোস্তফা কামাল পূর্বে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সীমাহীন দুর্নীতি করেছেন। এমন দুর্নীতিগ্রস্থ লোককে আমরা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে চাইনা।

এছাড়াও শিক্ষার্থীরা অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তফা কামালকে আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত করেন। রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিব আহমেদ বলেন,

একটি সুক্ষ পরিকল্পনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সব জায়গায় স্বৈরাচারের পুনর্বাসনের চেষ্টা চলছে। সদ্য নিয়োগ পাওয়া ট্রেজারার আবু হেনা মোস্তফা কামাল স্বৈরাচারের দোসর কলিমুল্লাহর ঘনিষ্ঠ সহযোগি। মূলত কলিমুল্লাহর ব্যক্তি স্বার্থ বাস্তবায়নের জন্যই তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগি অধ্যাপক রাহাত হোসাইন ফয়সাল জানান, মঙ্গলবার দিবাগত রাত নয়টার দিকে রেজিস্ট্রার ও প্রক্টরের উপস্থিতিতে নবনিযুক্ত ট্রেজারার বিশ্ববিদ্যালয়ে যোগদান করতে আসেন। কিন্তু শিক্ষার্থীরা ট্রেজারারকে গ্রাউন্ডফ্লোরে আটকে রাখেন এবং দুর্নীতির অভিযোগ তুলে তাকে যোগদানে বাঁধা প্রদান করেন।

একপর্যায়ে বিক্ষুব্ধদের তোপের মুখে যোগদান না করেই ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়েছেন নবনিযুক্ত ট্রেজারার অবসরপ্রাপ্ত কর্নেল আবু হেনা মোস্তফা কামাল।

এর আগে মঙ্গলবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল আবু হেনা মোস্তফা কামাল খানকে।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *