প্রথম পরিচালক পদে সেনা কর্মকর্তা দক্ষিণাঞ্চলের সর্ববৃহত চিকিৎসা সেবা কেন্দ্র বরিশাল|

শেবামেক হাসপাতালে প্রথম পরিচালক পদে সেনা কর্মকর্তা দক্ষিণাঞ্চলের সর্ববৃহত চিকিৎসা সেবা কেন্দ্র বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবামেক) হাসপাতালের পরিচালক পদে এই সর্বপ্রথম বাংলাদেশ সেনাবাহিনী থেকে কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে হাসপাতাল সূত্রে তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। সূত্রমতে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেশন-১ অধিশাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে,

সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল একেএম মশিউল মুনীরের নতুন প্রস্তাবিত পদ ও কর্মস্থল বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক। এ লক্ষ্যে তাকে বদলিপূর্বক স্বাস্থ্যসেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে। সূত্রে আরও জানা গেছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। উল্লেখ্য, জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা শেবামেক হাসপাতালের পরিচালক পদে বাংলাদেশ সেনাবাহিনী থেকে নিয়োগের দাবি জানিয়ে আসছিল।

তাদের দাবি এতে করে দীর্ঘদিনে দুর্নীতির আখড়ায় পরিণত হওয়া হাসপাতালটিতে চিকিৎসার মান যেমন উন্নতি হবে, তেমনি দক্ষিণাঞ্চলের মানুষের আস্থার স্থলটিতে নতুন একটি মাত্রা যোগ হবে। সেই সঙ্গে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত, ঠিকাদারি সিন্ডিকেট ভেঙে ফেলা, জনবল সংকটসহ সবধরনের ভোগান্তি লাঘব হবে। পাশাপাশি রোগীরা আরও বেশি সেবা পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *