নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে শরীয়তপুরে ক্যাবের মানববন্ধন

নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে শরীয়তপুরে ক্যাবের মানববন্ধন

শরীয়তপুর প্রতিনিধি: 

আলু, পেয়াজ ও খোলা সয়াবিন তেল সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে  ক্যাব শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বেলা ১১ ঘটিকায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

ক্যাব শরীয়তপুরের সভাপতি বিল্লাল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিসিএস শরীয়তপুরের সভাপতি এ্যাড. মাসুদুর রহমান। 

এসময় উপস্থিত ছিলেন, ক্যাব শরীয়তপুরের সাধারণ সম্পাদক ড. মাহাবুবুর রহমান, সহ-সভাপতি এ্যাড. মীর শাহাবুদ্দিন উজ্জ্বল, আইন বিষয়ক সম্পাদক রবিউল আলম  রাব্বি, রুপসী বাংলা হসপিটালের চেয়ারম্যান সেলিম ঢালী, বিশিষ্ট ব্যবসায়ী হাজী সিদ্দিকুর রহমান, সমাজ সেবক বাবু অনিক ঘটক চৌধুরী, সৈয়দ বেপারী, বিএম মোস্তফা কামাল, কামাল হোসেন সরল, আসমা, মুসফিকা, কাওসার, তামিম, আদর, সুলাইমান, সুমনা, তরুন, ইনছান সহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *