নন্দীগ্রামে এক্টিভ স্মার্ট ফ্যামিলি কার্ড দিয়ে টিসিবি পণ্য বিক্রয় করা হয়
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এক্টিভ স্মার্ট ফ্যামিলি কার্ড দিয়ে টিসিবি পণ্য বিক্রয় করা হয়।৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের সর্বমোট কার্ডধারী ৭৩৬ জন কে টিসিবি পণ্য প্রদান করেন।পাঁচটি ডিলারের মাধ্যমে টিসিবি বিক্রয় হয়।

টিসিবি তে যে সকল জিনিস থাকতেছে চাল ০৫ কেজি = ১৫০ টাকা,ডাল ০২ কেজি = ১২০ টাকা,তেল ০২ লিটার = ২০০ টাকা,চিনি ০১ কেজি = ৭০ টাকা,প্যাকেজের মোট মূল্য = ৫৪০ টাকা দিয়ে স্মার্ট কার্ড নিয়ে গিয়ে টিসিবি সংগ্রহ করতে হবে।
সেই সময় উপস্থিত ছিলেন, ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৮নং ওয়ার্ড মেম্বার মো: শামছুল রহমান,৩নং ওয়ার্ড মেম্বার মো: আক্কাছ আলী,৯নং ওয়ার্ড মেম্বার মো: কায়ছার আলী সহ গ্রাম পুলিশ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।