ধর্ষণে অন্তঃসত্ত্বা নারীর মামলার প্রধান আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বরিশাল

র‌্যাব-৮ এর সহায়তায় ধর্ষণে অন্তঃসত্ত্বা এক নারীর দায়ের করা মামলার প্রধান আসামি আলী আকবর ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার সকালে গ্রেপ্তারকৃত আলী আকবরকে আদালতে প্রেরণ করা হবে জানিয়ে এজাহারের বরাত দিয়ে জেলার বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা জানান, উপজেলার চাখার এলাকার ইলেকট্রিক মেকার মো. আলী আকবর ফকির (৫৬) ও তার সহযোগি মাহাবুব সিকাদার স্থানীয় এক নারীকে (৩৮) বিয়ে দেওয়ার কথা বলেন।

২০২৪ সালের ৩১ অক্টোবর রাত ১০টার দিকে তারা পাত্রের সাথে দেখা করার কথা বলে ওই নারীকে উত্তর চাখার গ্রামের একটি নির্জন বাগানের পরিত্যক্ত ঘরে নিয়ে যায়।

সেখানে আলী আকবর ফকির কৌশলে গামছা দিয়ে ওই নারীর মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার সহযোগি মাহাবুব সিকদার লোকজনের গতিবিধি লক্ষ্য করে। পরে তারা ওই নারীকে বিষয়টি কারো কাছে না বলার জন্য বিভিন্ন রকম হুমকি প্রদর্শন করে। পরেরদিন ভোরে মাহাবুব সিকদার তার ভ্যানে করে ওই নারীকে চাখার বাজারে নামিয়ে দেয়।

ওসি জানান, এ ঘটনায় ওই নারী অন্তঃসত্ত্বা হলে তিন মাস পর এ বিষয়টি পারিবারিকভাবে প্রকাশ করেন। পরবর্তীতে চলতি বছরের পহেলা ফেব্রুয়ারি ভিকটিম নারী বাদি হয়ে আলী আকবর ফকির ও তার সহযোগি ভ্যানচালক মো. মাহাবুব সিকদারকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এরপর থেকে আসামিরা নিজ এলাকা থেকে আত্মগোপন করেন। পরে তাদের গ্রেপ্তারের জন্য র‌্যাব-৮ এর সহায়তা চাওয়া হয়। র‌্যাব-৮ এর সহায়তায় ওই মামলার প্রধান আসামি মো. আলী আকবরকে ঢাকার মিরপুর থেকে মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে গ্রেপ্তার করতে সক্ষম হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *