দেশের এক ইঞ্চি জায়গা কারও হাতে ছেড়ে দেবো না-ডা. শফিকুর রহমান

দেশের এক ইঞ্চি জায়গা কারও হাতে ছেড়ে দেবো না-ডা. শফিকুর রহমানডা. মো. শফিকুর রহমান বলেছেন, আমাদের চাওয়া একটা জাস্ট সোসাইটি একটা জাস্ট বাংলাদেশ। অর্থ্যাৎ একটি ন্যায়বিচার ভিত্তিক বাংলাদেশ ও সমাজ। এটা বির্নিমাণ করতে সবাইকে অনেক ত্যাগের জন্য প্রস্তুতি নিতে হবে।

আকাশ দেখিয়ে তিনি বলেন, মাথার ওপর আসমানে কালো মেঘ আছে ও চিল ঘোরাফেরা করছে, সবাইকে সজাগ থাকতে হবে, আরও ত্যাগের জন্য প্রস্তুতি নিতে হবে। বুকের রক্ত থাকতে দেশের এক ইঞ্চি জায়গা কারও হাতে ছেড়ে দেবো না।
জীবন দিয়ে হলেও দেশকে রক্ষা করতে হবে।

জেলার বানারীপাড়া পৌর শহরের প্রবেশদ্বার রায়েরহাট ব্রিজের ঢালে সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যার পরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, শিক্ষার্থীরা চেয়েছিলেন শিক্ষালাভের পরে তারা বেকার হয়ে দুয়ারে দুয়ারে ঘুরবে না।

চাকরির জন্য আত্মহত্যা করবে না, তাদের মেধা ও যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা হবে। তাদের আরও চাওয়া ছিল, দেশে ন্যায়বিচার কায়েম হবে.ঘুষ-দুর্নীতি থাকবে না, একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ হবে। কিন্তু তাদের সেই ন্যায়সঙ্গত দাবি সরকার মানলো না, নির্বিচারে গুলি করে দেড় হাজার ছাত্র-জনতাকে হত্যা ও ২৪ হাজার জনকে চিরতরে পঙ্গু করে দেওয়া হয়েছে।

আমাদের কলিজার টুকরো সন্তানেরা বুকের তাজা রক্ত দিয়ে, জীবন দিয়ে মুক্ত বাংলাদেশ করে দিয়ে গেছে। তাদের এতো ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশ বির্নিমাণে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। পথসভার শুরুতে আমির নেতাকর্মীদের মাঝে লাল গোলাপ ছিটিয়ে ভালোবাসা প্রকাশ করেন।

উল্লেখ্য, দক্ষিণাঞ্চলের উল্লেখযোগ্য দুই দ্বিনি মারকাজ হযরত আজীজুর রহমান নেছারাকাদী কায়েদ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত ঝালকাঠি এনএস কামিল মাদরাসা ও পীর সাহেব নেছার উদ্দিন রহমাতুল্লাহ্ আলাইহির স্মৃতি বিজড়িত পিরোজপুরের স্বরূপকাঠির ছারছীনা দরবার শরীফ পরিদর্শনে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ছারছিনা দরবার শরীফ পরিদর্শন ও পীরদের কবর জিয়ারত শেষে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে পথিমধ্যে তিনি বানারীপাড়া পৌর শহরের রায়েরহাট এলাকায় পথসভায় বক্তব্য রাখেন।

এসময় তার সফর সঙ্গী ছিলেন বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আমির জহির উদ্দিন মোহাম্মদ বাবর, বরিশাল জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার, সেক্রেটারী অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে শামীম সাঈদী।

বানারীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আমির অধ্যাপক মো. খলিলুর রহমান শাহাদাত, সেক্রেটারী মোকাম্মেল হোসেন মোজাম্মেল, পৌর জামায়াতের আমির কাওছার হোসেন প্রমুখ। পথসভায় উপজেলা, পৌর এবং ইউনিয়ন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *