আজকে ২৯ শে অক্টোবর রোজ মঙ্গলবার।মারুফ খন্দকার পিয়াল ডেমরা প্রতিনিধি ঢাকা ,বাংলাদেশ:::::;;;;;;;;;;;;; ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত ৬৬নং ওয়ার্ডের ডেমরা নিবাসি আজ ভালো নেই। গত এক বছর যাবত গ্যাসের সমস্যা ভোগান্তিতে ভুগতে হচ্ছে প্রতিটি মানুষের। নেই কোনো উদ্যোগ নেই কোনো শৃঙ্খলা। দেখা যায় একটি গ্যাসের লাইন দিয়ে ৫-১০টি বাড়িতে গ্যাস সাপ্লাই হয় অবৈধ ভাবে। কেউ কোনো পদক্ষেপ গ্রহণ করছে না এতে করে নানা প্রতিকূলতার স্বীকার হতে হচ্ছে সাধারণ মানুষের।আশপাশের এলাকা যেমন স্টাফ কোয়ার্টার , বড় ভাঙ্গা , কোনাপাড়া, বামৈল,কোদালদোয়া ,গ্রীনসিটি ,চৌরাস্তা ,লন্ডন মার্কেট , নয়াপাড়া সহ আরও বিভিন্ন এলাকায় গ্যাস সংকটে ভুগছে সাধারণ মানুষজন। কেউ গ্যাস সিলেন্ডার ব্যবহার করছে কেউ বা ব্যবহার করছে ইলেকট্রিক চুলা।এমতাবস্থায় কেউ না খেয়ে অফিস ,স্কুল বা বিভিন্ন কাজে বেড়িয়ে পরছে। এতে বেশি দুর্ভোগে পরছে মা বোনেরা তারা রাত্রে যতটুকু সময় মিটি মিটি গ্যাস পায় না ঘুমায়ে রান্না করে। ডগাইর বাসিন্দা মুক্তা তিনি তার বক্তব্যে তুলে ধরেন তাদের এ গ্যাসের দুর্ভোগের সাথে লোডশেডিং এর ও মতবাদ রয়েছে। তিনি বলেন যেই পরিমাণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হইতেছে তা বলার মতো না আমরা সারাদিন গার্মেন্টস এ কাজ করি রাতে বাসায় ফেরার পর থেকে শুরু হয়ে যায় লোডশেডিং। এমন করতে থাকলে আমরা সাধারণ জীবনযাপন করা থেকে বিরত থাকব। আমরা এ সবকিছুর সমাধান চাই এই ভাবে দিন কাটানো সম্ভব নয়।