Headlines

জাতীয় দলের তিন ক্রিকেটারের উপস্থিতিতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয়, সোহাগ গাজী ও তানভীর ইসলামের উপস্থিতিতে জেলার উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী ধামুরা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে মরহুম ডা. শাহজাহান স্মৃতি ক্রিকেট
টুর্নামেন্টের ফাইনাল খেলা।

২৩ ফেব্রুয়ারি দুপুর একটায় শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল খেলায় গোপালগঞ্জ ইলেভেন প্রথমে ব্যাট করে ১৬ ওভারে ২১১ রানে অল আউট হয়।

পরবর্তী ম্যাচে এলেভেন স্টার ছয় উইকেট হারিয়ে ১৬ ওভারে ১৮০ রান করতে সক্ষম হয়।

খেলা শেষে ওইদিন সন্ধায় অতিথিরা বিজয়ী দল গোপালগঞ্জ ইলেভেনের খেলোয়াড় এবং রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করার পাশাপাশি জাতীয় দলের ক্রিকেটারদের সরাসরি দেখার জন্য হাজার হাজার ক্রিকেটপ্রেমীরা উপস্থিত হয়েছিলেন।

টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফ মাহমুদ জুয়েল, টুর্নামেন্ট আয়োজক কমিটির আহবায়ক মোস্তাফিজুর রহমান খান সোহাগ ও সদস্য সচিব রাজিব মজুমদার।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, ফজলুর রহমান খোকন, কাজী রওনাকুল ইসলাম শ্রাবন, ইকবাল হোসেন শ্যামল, রাশেদ ইকবাল খান, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, কৌতুক অভিনেতা শাহিন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *