স্টাফ রিপোর্টার, বরিশাল
ছেলে যুবলীগের একজন সক্রিয় নেতা ছিলেন। বিগত ৫ আগস্টের পর থেকে অদ্যবর্ধি হামলার ভয়ে বাড়ি ঘর ছেড়ে আত্মগোপনে রয়েছেন যুবলীগ নেতা শাওন বালী।
তাকে (শাওন) না পেয়ে তার বৃদ্ধ বাবার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা।
দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে স্বেচ্ছাসেবক দল নেতা ও তার সহযোগিরা যুবলীগ নেতার রোজাদার বাবা, মা, স্ত্রী, সন্তান ও শশুরের ওপর হামলার পর উল্টো যুবলীগ নেতার বৃদ্ধ বাবাকে পুলিশের কাছে সোর্পদ করেছেন বলে অভিযোগ করেছেন যুবলীগ নেতা শাওন বালী।
ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকার।
শুক্রবার দিবাগত রাতে বামরাইল ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক শাওন বালী মোবাইল ফোনে অভিযোগ করে বলেন, গত কয়েকদিন পূর্বে উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আলম রাঢ়ী ও তার সহযোগিরা শাওনের বাবা শাহজাহান বালীর (৭০) কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো।
তাদের দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে শুক্রবার (৭ মার্চ) বিকেলে বামরাইল বাসষ্ট্যান্ড সংলগ্ন যুবলীগ নেতার বাসার সামনে এসে স্বেচ্ছাসেবক দল নেতা আলম রাঢ়ী ও তার সহযোগিরা শাহজাহান বালীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
একপর্যায়ে বৃদ্ধ শাহজাহানকে মারধর করা হয়। এসময় শাহজাহান বালীর ডাকচিৎকারে বাসার অন্যান্য সদস্যরা এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়।
হামলায় যুবলীগ নেতার বৃদ্ধ মা নাসিমা বেগম (৬০), স্ত্রী উম্মে আয়শা ওনি (২৯), মেয়ে মুনতাহা ইসলাম মুন (১২) ও বাড়িতে বেড়াতে আসা শশুর মো. আলম (৭৩) আহত হয়।
অভিযোগ করে যুবলীগ নেতা শাওন বালী আরও বলেন, আমার বৃদ্ধ বাবাকে মারধর করার পর ইফতারির আগ মুহুর্তে পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে। থানা হাজতে তাকে ঠিকমতো ইফতার পর্যন্ত করতে দেওয়া হয়নি। এমনকি তার সাথে কাউকে দেখা পর্যন্ত করতে দেওয়া হচ্ছেনা।
চাঁদা দাবির অভিযোগ পুরোপুরি অস্বীকার করে উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আলম রাঢ়ী বলেন, শাহজাহান বালী আমার ওপর হামলা চালিয়েছে। এজন্য আমি থানায় মামলা দায়ের করেছি। ওই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন, থানায় মামলা হওয়ায় শাহজাহান বালীকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিকমতো ইফতার করতে দেওয়া হয়নি বলে যে অভিযোগ তোলা হচ্ছে তা সঠিক নয়।