ছয়শ’ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রির উদ্বোধণ
সিন্ডিকেট ভাঙতে এবং সাধারণ মানুষ যাতে স্বল্পমূল্যে গরুর মাংস ক্রয় করতে পারেস সে লক্ষ্যে বরিশাল জেলার গৌরনদী উপজেলার তিনটি বাজারে ছয়শ’ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি কার্যক্রমের উদ্বোধণ করা হয়েছে।
উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের উদ্যোগে শুক্রবার সকালে উপজেলার আশোকাঠী বাজারসহ তিনটি বাজারে এ কার্যক্রমের উদ্বোধণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান।
এ সময় উপজেলা টাক্সফোর্স কমিটির সভাপতি ও উপজেলা সহকারী কমিশনার ভ‚মি মো. রাজিব হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, মাংস বিক্রেতা বাবুল সরদার, দেলোয়র সরদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মাংস বিক্রেতা বাবুল সরদার ওরফে বাবুল কসাই জানান, প্রতিদিন সকাল ছয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রাথমিক অবস্থায় আশোকাঠী, মাহিলাড়া ও বাটাজোর বাজারে ছয়শ’ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা হবে। পরবর্তীতে এর পরিধি বাড়ানো হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান বলেন, সিন্ডিকেটের কারণে ৭৫০ টাকা মূল্যে প্রতি কেজি গরুর মাংস বিক্রি করায় দীর্ঘদিন থেকে সাধারণ মানুষ গরুর মাংস ক্রয় করতে পারছেন না। সেই পুরনো সিন্ডিকেট ভেঙে সাধারণ মানুষ যাতে স্বল্পমূল্যে গরুর মাংস ক্রয় করতে পারেন সে লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।