চ্যাম্পিয়ান ট্রফি নিয়ে আজ বরিশাল আসছেন তামিম বাহিনী

স্টাফ রিপোর্টার, বরিশাল

তামিম ইকবালের নেতৃত্বে টানা দ্বিতীয়বারের মতো বিপিএল চ্যাম্পিয়ান ফরচুন বরিশাল।

ইতিহাস গড়া ফাইনাল জয়ের পর শুক্রবার রাত থেকে শনিবার দিনভর গোটা বরিশালজুড়ে উৎসবের আবহ চলছে।

টানা দুইবার শিরোপা জয়ের উদযাপন করতে চ্যাম্পিয়ান ট্রফিসহ আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে বারোটার দিকে বিমানযোগে বরিশালে আসবে তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশালের অন্যান্য ক্রিকেটাররা।

বরিশাল বিমান বন্দর থেকে সরাসরি ট্রফিসহ খেলোয়াড়রা যাবেন বিসিকের প্রাইমারে। সেখান থেকে দুপুরের পর বরিশাল নগরীর বেলস্ পার্কে চ্যাম্পিয়ান ট্রফিসহ খেলোয়াড়রা যাবেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, ফরচুন বরিশালের ভক্ত-সমর্থকদের দাবি ছিলো ট্রফি নিয়ে লঞ্চে আসার জন্য। আমাদেরও সেই পরিকল্পনা ছিলো। কিন্তু সময় স্বল্পতা ও খেলোয়াড়দের নিরাপত্তার জন্য সমর্থকদের দাবি রাখা সম্ভব হয়নি। যেকারণে বিমানযোগে আসার প্রোগ্রাম করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *