চরমোনাইর মাহফিল শুরু কীর্তনখোলা নদীর তীরে মুসলমানদের আধ্যাত্মিক মহা মিলনমেলা ঐতিহাসিক চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।
বাদ জোহর আমীরুল মুজাহিদীন আলহাজ হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই-এর উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হয়েছে ঐতিহাসিক এ মাহফিল।
মাহফিলের শেষদিন আগামী শুক্রবার হওয়ায় ওইদিনে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হবে চরমোনাই মাদরাসা ময়দানে।
বুধবার বাদ যোহর থেকে শুরু হওয়া এ ঐতিহাসিক আধ্যাত্মিক মিলন মেলা ৩০ নভেম্বর সকাল আটটায় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হবে।
চরমোনাইর বার্ষিক মাহফিলে সাতটি মূল বয়ানের মধ্যে মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পাঁচটি এবং নায়েবে আমীরুল মুজাহিদীন আলহাজ হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই দুইটি বয়ান করবেন।