লন্ডনে সংগঠন ‘গৌৱব ৭১‘ মহান বিজয়দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অুনষ্ঠানের আয়োজন করে। ২৪ডিসেম্বর মঙ্গলবার লন্ডন সময় বিকেল চারটা ত্রিশ মিনিটে ইলফোর্ডের একটি কমিউনিটি হলে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গৌরব ৭১যুক্তরাজ্যের সভাপতি আব্দুৱ ৱাজ্জাক মোল্লাহ্।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। গৌৱব ৭১ এরসাধারন সম্পাদক কবিরুল ইসলাম কামাল ও যুগ্ম সাধারন সম্পাদক কামরুজ্জামনাদুলালের যৌথ পরিচালনা এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যআওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকআব্দুল আহাদ চৌধুরী। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য ৱাখেন সুইজারল্যান্ড আওয়ামীলীগের সভাপতি নজরুলইসলাম জমাদার, লন্ডন মহানগৱ আওয়ামীলীগেৱ সহ সভাপতি জনাব

সফিউদ্দিন,যুক্তরাজ্য যুবলীগের জামাল খান ,গৌরব ৭১যুক্তরাজের প্রধান উপদেষ্টা সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতিয়ার রসুল কিটন,পরতুগাল আওয়ামীলীগেৱ প্ৰতিষ্টঠাতাসভাপতি রফিকুল্লাহ্ মুন্সী, পরতুগাল আওয়ামীলীগেৱ সাবেক সহ সভাপতি মহসীনহাবিব ভূইয়া , পরতুগাল আওয়ামীলীগেৱ সাবেক সাধারন সম্পাদক শওকত ওসমান, ইতালী বঙ্গবন্ধু পৱিষদের সাবেক সভাপতি হাবিবুৱ রায়হান সহিদ, ইতালীআওয়ামীলীগেৱ সাবেক যুগ্ম সাধারন সম্পাদক সোহেব দেওয়ান, ইতালী মিলান

আওয়ামীলীগেৱ সাবেক সাংগঠনিক সম্পাদক রয়েল তালুকদার,মিলান লম্বারদিয়াআওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অনিক হাসান, গৌরব ৭১এর সহসভাপতি মুজিবুৱ রহমান সরকাৱ , গৌরব ৭১এর সহ সভাপতি ফকরুল ইসলাম, গৌৱব ৭১এর সিনিয়ৱ সহ সভাপতি হাকিম সিকদার , সৱ্ব ইউরোপিয়ান আওয়ামীসোসাইটির যুগ্ম সাধারন সম্পাদক মোরশেদ উদ্দিন আহমেদ , বাবুল খান সামিম , সুসান্ত ঘোষ , গোলাম ফারুক , কামাল আহমেদ ,নাসিমুল হক, নিউহাম যুবলীগেৱযুগ্ন সাধারন সম্পাদক জালাল আহমেদ,মিজানুল বারী ,নুরজাহান মিফাতুল নূর,রিনাকবির, কামরুন নাহার, নাজ নায়িম,মনিকা দেবনাথ সহ আরো অনেকে ।

সভায় দু‘জন মুক্তিযোদ্ধা ফয়েজুর রহমান খান ও হাকিম উদ্দিনকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। বীর মুক্তিযোদ্ধাদের স্বাধীনতার পতাকা খচিতউত্তোরীয় পরিয়ে দেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ওবাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব জহিরুল ইসলাম সিকদার।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক পর্ব পরিচালনাকরেন গৌরব ৭১এর সদস্য নাজমা সুলতানা নার্গিস ও সদস্য আহমেদ ৱাজু ।

জাতীয় সংগীত দিয়ে দ্বিতীয় পর্বটি শুরু হয় এতে ছোট্ট সোনামনি জেসিকারহমানের বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে নিয়ে তার বক্তব্য ,শিশু শিল্পী স্নিগ্ধা রায়ের গাওয়াদেশের গান ও শিশু শিল্পী অর্গ পালের নৃত্য উপস্থিত দর্শকদের মুগ্ধ করে । উক্তঅনুষ্ঠানে আরো নৃত্য পরিবেশন করেন জনপ্রিয় নৃত্যশিল্পী নিহারিকা,সোমা গংগা ওডিপ। সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহানাজ সুমি, রাজিয়া রহমান, আল্পনা,অশিত রায় রিংকু,ফারুক সরদার,সালাহউদ্দিন আহম্মেদ,আতিকুর রহমান, স্নিগ্ধা ইসলাম ও রাজ। আগত সকলের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করেন সংগঠনের সভাপতি আবদুর রাজ্জাক মোল্লাহ্।