ইতালির ভিচেন্সায় শহর পরিষ্কার-পরিচ্ছন্নের উদ্যোগ নিয়ে প্রশংসায় ভাসছে প্রবাসী বাংলাদেশিরা।

ইতালিতে শহর পরিচ্ছন্নতায় হাত দিলেন প্রবাসীরা, বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করলেন মেয়র ইসমাইল হোসেন স্বপন, ইতালি: ইতালির ভিচেন্সায় শহর পরিষ্কার-পরিচ্ছন্নের উদ্যোগ নিয়ে প্রশংসায় ভাসছে প্রবাসী বাংলাদেশিরা। গত রোববার (২৭ অক্টোবর) বাংলাদেশ কমিউনিটি ভিচেন্সা সিটির উদ্যোগে শহরের পথঘাট পরিষ্কার করেন প্রবাসীরা। প্রবাসীদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রাও তাদের সঙ্গে যোগ দেয়। রোববার (২৭ অক্টোবর) শহরের মেইন পয়েন্ট, গুরুত্বপূর্ণ রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করেন প্রবাসীরা৷ তাদের এই উদ্যোগকে ভূয়সী প্রশংসা করেছে স্থানীয় বিভিন্ন সংগঠন, ইতালিয়ান নাগরিকরা। শহর সুন্দর করার উদ্যোগে স্থানীয় মেয়রের পক্ষ থেকেও বাংলাদেশিদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানানো হয়েছে। জানা গেছে, ১৬ অক্টোবর ভিচেন্সা কমুনের vicesindaco – isabella sala এর উপস্তিতিতে একটি প্রতিনিধি দল বাংলাদেশ কমিউনিটি ভিচেন্সা সিটির সদস্যবৃন্দর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। ভিচেন্সা কমুনেকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে ভিচেন্সায় বসবাসরত বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেন তারা। বাংলাদেশিদের সকল প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন মেয়রের প্রতিনিধি দলটি। ভিচেন্সায় প্রবাসী বাংলাদেশিদের শহর পরিষ্কারে অংশগ্রহণ করেন,  বাংলাদেশ কমিউনিটি ভিচেন্সা সিটির প্রধান উপদেষ্টা আফিল উদ্দিন, সংগঠনটির সভাপতি এমদাদুর রহমান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তারেক আহমেদ,  সাংগঠনিক সম্পাদক রনি শেখ, প্রচার সম্পাদক মাসুদ আলী, দপ্তর ও আইন সম্পাদক  জাহাঙ্গীর হুসেন বাবলু, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল হালিম, ক্রীড়া সম্পাদক মো. জামাল উদ্দিন , যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, সহসাধারণ সম্পাদক মহিন উদ্দিন, সহ ক্রীড়া সম্পাদক মনজুর রহমান, কার্যকরী পরিষদ সদস্য বিজয় বেপারী। এছাড়াও অনেক প্রবাসী বাংলাদেশিরাও এই সুন্দর উদ্যোগে অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *