ইউনিভার্সাল আইডিয়াল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ উপলক্ষে কলেজ ট্রাস্টিদের এক ফান্ড রাইজিং (২) দুই কটি ও গালা ডিনার অনুষ্টিত হয়েছে।

ইউকে টিভি বিডি প্রতিনিধি লন্ডন : আব্দুল মমিন |

দাউদ পুর ইউনিয়ন হেল্পং হ্যান্ডসের স্বপ্নের উদ্যোগ সিলেটের মোগলা বাজার থানার দাউদপুর ইউনিয়নের ইউনিভার্সাল আইডিয়াল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ উপলক্ষে ইউনিভ্যার্সাল আইডিয়াল কলেজ ট্রাস্টিদের এক ফান্ড রাইজিং ও গালা ডিনার অনুষ্টিত হয়েছে।

সোমবার রাতে পুর্ব লন্ডনের একটি অভিজাত হলে অনুষ্টিত হয় এ ফান্ড রাইজিং ও গালা ডিনার অনুষ্টানটি।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ মোহাম্মদ জিলু খান, সভাপতিত্ব করেন কলেজের ভুমি দাতা এবং ট্রাস্টী বোর্ডের চেয়ারম্যান আলহাজ মিম্বর আলী। দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা তাজ উদ্দিন।
কলেজের ট্রাস্টি মুহাম্মদ নাসির উদ্দিন ও সাহান চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে|

শিক্ষা ক্ষেত্রে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভুমিকার কথা উল্লেখ করে এই কলেজ নির্মাণে প্রবাসীদের অবদানের প্রশংসা করেন প্রধান অতিথি বিশিষ্ট আইনজীবী, ইউকে ট্রাইব্যুনাল জাজ ব্যারিস্টার নজরুল খসরু। তিনি বলেন, দাউদপুর তথা সিলেটে শিক্ষার প্রসারে এই কলেজ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কলেজের ইতিবৃত্ত তুলে ধরেন কলেজের ট্রাস্টি, কাউন্সিলার নওশাদ আলী এবং ট্রাস্টি মিজানুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন কলেজের ট্রাস্টি আখলাকুর রহমান লকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলি খান MBE

ব্যারিস্টার আতাউর রহমান, আবুল হায়াত নুরুজ্জামান , ব্যারিস্টার খালেদ নুর, নিউহামের সিভিক মেয়র রহিমা রহমান, টাওয়ার হ্যামলেট্স কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ, মেয়র মইন কাদরী, মেয়র আমিরুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী , বিশিষ্ট শিল্পপতি সোহেল চৌধুরী, কমিউনিটি ব্যক্তিত্ব সিরাজ হক, আব্দুল রশীদ বাবুল,ব্যারিষ্টার নূরুল হুদা জুনেদ প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন -মোস্তাফা আহমদ লাকী, তাজ উদ্দিন, আজিজুর রহমান আলম, কয়েছ আহমদ লিটন, সামীম তুর্কি, গৌছ উদ্দিন, আজিজুর রহমান আলম, নাজমুল হুসেন, আব্দুল হক সাজু, হায়দর হুসেন, আবুবকর ফয়সল, মোঃ মানিক মিয়া, শরীফ চৌধুরী, ফেরদৌস চৌধুরী প্রমূখ।

বাংলাদেশ থেকে সার্বক্ষণিক যোগাযোগ ব্যবস্থা রক্ষা করেন কলেজের প্রিন্সিপাল আবুল কালাম আজাদ।
ফান্ড রাইজিং উপস্থাপনা ও পরিচালনা করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইমাম আজমল মাসরুর।
সাড়া জাগানো এই ফান্ড রাইজিং ইভেন্টে সল্প সময়ে দুই কোটি টাকা অনুদানের ঘোষণা আসে। প্রথম দশ লক্ষ টাকা ঘোষণা করেন আক্তার হোসেন মিয়া। আমেরিকা থেকে ভারচুয়াল বক্তব্য রাখেন, মোহাম্মদ মনসুর আহমদ, সফিউর রহমান বাবলু প্রমুখ ।

সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্তি ঘোষনা করা হয়।

পরিশেষে কেনাপি মুখরোচক ডিনার পরিবেশন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *