বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জেলার আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে শনিবার সকাল সাড়ে দশটায় দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় বধ্যভূমি রাজিহার গ্রামের কেতনার বিলের শহীদ স্মৃতি স্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসনের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও শিক্ষার্থীরা।
পরে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন। দুপুরে শহীদদের আত্মার শান্তি কামনা করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।