জেলার আগৈলঝাড়া উপজেলায় ভেজাল বিরোধী অভিযান চালিয়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় মঙ্গলবার সকালে আগৈলঝাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র’র নেতৃত্বে অভিযানে মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে সরকার ট্রেডার্স নামের সারের দোকানীকে ছয় হাজার টাকা, সৌরভ ট্রেডার্স পোল্ট্রি ফিডের দোকানীকে দুই হাজার টাকা, মন্ডল মিষ্টান্ন ভান্ডারের মালিককে চার হাজার টাকা,
শ্রীগুরু মিষ্টান্ন ভান্ডারের মালিককে দুই হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে সরদার মেডিকেলের মালিককে দুই হাজার টাকাসহ পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন অভিযানে অংশগ্রহণ করা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুকলাল শিকদা