অসহায় মিথিলার পাশে জেলা প্রশাসক ‘

অসহায় মিথিলার পাশে জেলা প্রশাসক ‘স্যার আমার মেয়ে মিথিলা সপ্তম শ্রেনীতে পড়াশুনা করছে। ওর লেখাপড়ার জন্য কিছু একটা করুন’। বরিশালের জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন অতিসম্প্রতি কারাগার পরিদর্শনে গিয়েছিলেন। তখন একটি মামলায় কারান্তরীন মিথিলার মা কনা বেগম কান্নাজড়িত কন্ঠে জেলা প্রশাসকের কাছে অসহায় মেয়ের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছিলেন। বুধবার দুপুরে জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ জানিয়েছেন, জেলা প্রশাসকের নির্দেশে তিনি মিথিলার খোঁজখবর নেওয়ার জন্য তার স্কুলে ছুটে যান। তার পড়াশুনা নিয়ে শিক্ষকদের সাথে কথা বলেন। পরবর্তীতে বুধবার সকালে মিথিলার সাথে জেলা প্রশাসক কথা বলেন। এসময় জেলা সমাজসেবা অধিদফতরের অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির মাধ্যমে মিথিলার পড়াশুনা সহায়তার জন্য জেলা প্রশাসক নগদ পাঁচ হাজার টাকা তুলে দিয়েছেন। সূত্রমতে, নগরীর কাঠপট্টি রোড এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের স্ত্রী কনা বেগম একটি মামলায় কারান্তরীন হয়। এরপর রফিকুল ইসলাম তার সপ্তম শ্রেনীতে পড়ুয়া একমাত্র মেয়ে মিথিলা ইসলাম সুমাইয়াকে ফেলে রেখে ঢাকায় গিয়ে দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে বাবা ও মায়ের স্নেহ বঞ্চিত মিথিলা ইসলাম সুমাইয়া তার খালার কাছে থেকে পড়াশুনা করছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *