অভ্যুত্থানের রক্তাক্ত ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করার এখনই সময়-স্বপন |

অভ্যুত্থানের রক্তাক্ত ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করার এখনই সময়-স্বপন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন, জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানের ইতিহাস আগামী প্রজন্মের শিক্ষার্থীদের জানাতে পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করার এখনই সময়।

এজন্য কার্যকরী উদ্যোগ গ্রহণ করার জন্য আমি অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের প্রতি আহবান করছি।

শনিবার দুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির আগৈলঝাড়া শাখার আয়োজনে কল্যানমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ভবিষ্যত প্রজন্মকে প্রস্তুত করার লক্ষ্যে শিক্ষক সমাজের ভূমিকা সম্পর্কে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন আরও বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জুলাই-আগস্ট অভ্যুত্থানের সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠায় বিএনপি অঙ্গিকারাবদ্ধ।

বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি ফারহান আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিএনপি ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *