“ ছাত্রলীগ ও বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস নিষিদ্ধ করায় অবৈধ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস গংদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে যুক্তরাজ্য ছাত্রলীগ “ ছাত্রলীগ ও বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস নিষিদ্ধ করায় অবৈধ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস গংদের বিরুদ্ধে সোমবার বিকেল ৩ ঘটিকায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গনে এক প্রতিবাদ সমাবেশ করেছে যুক্তরাজ্য ছাত্রলীগ । উক্ত প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ, সভা পরিচালনা করেন যুক্তরাজ্য ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত জয় । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশন মাননীয় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। প্রতিবাদ সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সম্মানিত সভাপতি সুলতান মাহমুদ শরিফ। বাংলাদেশের চলমান সংকটে যুক্তরাজ্য ছাত্রলীগ উদ্বেগ প্রকাশ করে এবং দাবী করেন জননেত্রী শেখ হাসিনা এখনো সাংবিধানিকভাবে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী । বক্তাগণ চলমান গনহত্যা, আওয়ামীলীগের নেতা কর্মীদের বাড়িঘর জ্বালাও পোড়াও , দ্রব্য মূল্যের উর্ধ্বগতির ইস্যু এবং সেন্টমার্টিনের ভবিষ্যৎ নিয়েও উত্কন্ঠা প্রকাশ করেন । যুক্তরাজ্য ছাত্রলীগের পক্ষ থেকে বক্তব্য রাখেন , সাধারন সম্পাদক সজিব ভূইয়া, সহ- সভাপতি জাকির আক্তারুজ্জামান, জিয়াউর রহমান, শহিদুল ইসলাম, নুরুল আমিন ,কামরুল আহ্সান রাসেল , যুগ্ন-সাধারণ সম্পাদক ফখরুল কামাল জুয়েল, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার কামরুল হাসান (তুষার), দফ্তর সম্পাদক ড্যানিয়েল আহমেদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সিহাব হোসেন জেবিন সহ আরো অনেকে। সমাপনী বক্তব্যে যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ বলেন অনেক শিক্ষার্থী যারা প্রোপাগান্ডার শিকার হয়ে না বুঝেই আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলো তাদের কাছে এখন আসল সত্য পরিষ্কার হয়ে গিয়েছে, অচিরেই বাংলাদেশের সকল মানুষ রাস্তায় নামবে জননেত্রী শেখ হাসিনাকে আবারো বাংলাদেশে ফিরিয়ে এনে পুনরায় দেশের হাল ধরার দ্বায়িত্ব দিবেন।